ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শীতার্তদের জন্য উষ্ণ ভালবাসা

প্রকাশিত: ০৫:৩৯, ২৪ ডিসেম্বর ২০১৭

শীতার্তদের জন্য উষ্ণ ভালবাসা

শীতার্তদের জন্য উষ্ণ ভালবাসা (ওয়ার্ম লাভ) এমন প্রতিপাদ্যকে সামনে রেখে এবছর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ নামের ফেসবুকভিত্তিক একটি গ্রুপ। গত ১৫ ডিসেম্বর সকালে উপজেলার সীমান্তবর্তী বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুঠি গ্রামের নদী ভাঙ্গন কবলিত এলাকার প্রায় ১২শ’ মানুষের মাঝে কম্বল এবং প্রায় ২ হাজার নারী-পুরুষ-শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেয় ফেসবুকভিত্তিক গ্রুপটি। শীতবস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপটির এ্যাডমিন মোহাম্মদ হাবিবুর রহমান, জাকারিয়া নাহিদ, জয়নাল আবেদিন জয়, জীবনানন্দ দাশ। কার্যক্রমটি সার্বিক তত্ত্বাবধান করেন ইঞ্জিনিয়ার রাকিবুল আলম রিকু। এ সময় গ্রুপটির ১১ সদস্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এই গ্রুপের অন্যতম এ্যাডমিন জাকারিয়া নাহিদ বলেন, ‘আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষদের সঙ্গে কথা বলেছি, তাদের অবস্থা দেখেছি। চেয়ারম্যান এবং স্থানীয় বন্ধুদের কাছে আমরা কৃতজ্ঞ এই কাজে সার্বিক সহায়তা করার জন্য। আমাদের গ্রুপের সবার ভালবাসা সংগ্রহ করে এতদূর এসেছি শীতার্ত মানুষদের মাঝে আমাদের উষ্ণ ভালবাসা ছড়িয়ে দিতে। আগামীতেও বাংলাদেশের যে কোন প্রান্তে আমরা সব বন্ধুরা এগিয়ে আসব।’ গ্রুপের আরেকজন এ্যাডমিন মোহাম্মদ হাবিবুর রহমান জানান, এবার দেশের বন্ধুদের পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি শীতার্তদের সাহায্য করার জন্য। তিনি আরও জানান, বর্তমানে প্রায় ২৬ হাজার বন্ধু রয়েছেন এই গ্রুপটিতে। সামাজিক দায়বদ্ধতা থেকেই ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ক্যাম্পাস প্রতিবেদক
×