ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৯, ২১ মে ২০১৭

নবম-দশম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ পদার্থবিজ্ঞান মোঃ মাসুদ খান সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স ১২০। সময় এর মাত্রা লিখ। উত্তর: ঞ ১২১। বলের মাত্রা লিখ। উত্তর: গখঞ-২ ১২২। পদার্থবিজ্ঞানের ভাষা কী? উত্তর: গণিত ১২৩। পরীক্ষাগারে দৈর্ঘ্য পরিমাপের সরল যন্ত্রকে কী বলে? উত্তর: মিটার স্কেল ১২৪। ১ মিটার = কত সেন্টিমিটার? উত্তর: ১০০ সে.মি. ১২৫। প্রত্যেক সেন্টিমিটারকে সমান কত ভাগে ভাগ করা গয়ে থাকে? উত্তর: দশ ভাগে ১২৬। সেন্টিমিটারের প্রত্যেক ভাগকে কী বলা হয়? উত্তর: ১ মিলিমিটার বা ০.১ সে.মি. ১২৭। দন্ডের দুই প্রান্তের পাঠের বিয়োগফলকে কী বলে? উত্তর: দন্ডের দৈর্ঘ্য ১২৮। কোন স্কেলের সাহায্যেমিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্য সঠিকভাবে মাপা যায়? উত্তর: মিটার স্কেলের ১২৯। মিলিমিটার এর চেয়ে সূক্ষè পরিমাপ করতে হলে কোন স্কেল ব্যবহার করতে হয়? উত্তর: ভার্নিয়ার স্কেলের ১৩০। ভার্নিয়ার স্কেল কে আবিষ্কার করেন? উত্তর: গণিত শাস্ত্রবিদ পিয়েরে ভার্নিয়ার ১৩১। ভার্নিয়ার স্কেল কাকে বলে? উত্তর: মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশ নির্ভুল পরিমাপের জন্য মূল স্কেলের পাশে যে ছোট আর একটি স্কেল ব্যবহার করতে হয় তাকে ভার্নিয়ার স্কেল বলে। ১৩২। ভার্নিয়ার স্কেলকে কোন স্কেলের সাথে ব্যবহার করতে হয়? উত্তর: মিটার স্কেলের ১৩৩। মূল বা প্রধান স্কেলের পাশে কোন স্কেল সংযুক্ত থাকে? উত্তর: ভার্নিয়ার স্কেল ১৩৪। প্রধান স্কেলের নয়টি ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্যে কত মিলিমিটার? উত্তর: ৯ মিলিমিটার ১৩৫। প্রধান স্কেলের নয়টি ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্যে কত সে.মি.? উত্তর: ০.৯ সে.মি. ১৩৬। ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে? উত্তর: প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তার পরিমাণকে ভার্নিয়ার ধ্রুবক বলে। ১৩৭। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর: ভার্নিয়ার ধ্রুবক = যেখানে, ং প্রধান স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য এবং হ ভার্নিয়ারের ভাগের সংখ্যা। ১৩৮। ভার্নিয়ার ধ্রুবক কীসের উপর নির্ভর করে? উত্তর: প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের উপর ১৩৯। স্লাইড ক্যালিপার্সের অপর নাম কী? উত্তর: ভার্নিয়ার ক্যালিপার্স ১৪০। স্লাইড ক্যালিপার্সকে ভার্নিয়ার ক্যালিপার্স বলার কারণ কী? উত্তর: কারণ স্লাইড ক্যালিপার্সযন্ত্রে মাপজোখের বেলায় ভার্নিয়ার পদ্ধতি ব্যবহার করা হয়। ১৪১। কোন যন্ত্রের সাহায্যে তারের ব্যাসার্ধ, সরু চোঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য পরিমাপ করা হয়? উত্তর: স্ক্রু গজ যন্ত্রের ১৪২। যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়? উত্তর: লঘিষ্ঠ গণন
×