ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারতে নিষিদ্ধ হয়ে গেল বিটকয়েন কেনাবেচা

প্রকাশিত: ০৬:৪৭, ৯ জুলাই ২০১৮

 ভারতে নিষিদ্ধ হয়ে  গেল বিটকয়েন  কেনাবেচা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতে আপাতত বন্ধ হয়ে গেল বিটকয়েনসহ সমস্ত ক্রিপ্টোকারেন্সির কেনা-বেচা। রিজার্ভ ব্যাংকের নির্দেশিকার ওপর স্থগিতাদেশ জারির আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রীম কোর্ট। ২০ জুলাই মামলার পরবর্তী শুনানি। ফলে ৬ জুলাই থেকে ভারতীয় মুদ্রায় বিটকয়েন কেনাবেচা বন্ধ হয়ে গেল। ৫ জুলাই মধ্যরাতের মধ্যে ক্রিপ্টো-ওয়ালেট থেকে ব্যাংক এ্যাকাউন্টে টাকা ফিরিয়ে না নিলে আর সেই টাকা ফেরত পাওয়ার আশা কার্যত নেই। গত ৬ এপ্রিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর একটি নির্দেশিকা জারি করে। তাতে বলা হয়, তিন মাস পর ব্যাংকগুলো আর কোনও ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে টাকা পাঠাতে বা ওয়ালেটগুলো থেকে টাকা ব্যাংকে ট্রান্সফার করতে পারবে না। ক্রিপ্টো-ওয়ালেটগুলোর এ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়ার নির্দেশিকা জারি করা হয়। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ না করে ঘুরিয়ে সেই নির্দেশিকা জারি করে আরবিআই। এই ঘটনাকে ডিজিটাল নোটবন্দী বলে ব্যাখ্যা করেন অর্থনীতিবিদ ও ক্রিপ্টো বিশেষজ্ঞরা। কারণ নোট বাতিলের সময়ও পুরনো নোট বদলের জন্য তিন মাস সময় দেয়া হয়েছিল। রিজার্ভ ব্যাংকের ওই নির্দেশিকার সময়সীমা শেষ ৫ জুন। অর্থাৎ বৃহস্পতিবার মধ্যরাতের পর আর কোনও টাকা ক্রিপ্টো ওয়ালেট থেকে ব্যাংকে ফেরানো যাবে না। আরবিআই-এর নির্দেশিকার পরই ক্রিপ্টোকারেন্সি ক্রয়-বিক্রয়কারী সংস্থাগুলোর তরফে সুপ্রীম কোর্টে একটি মামলা দায়ের হয়। এছাড়া আরও বেশ কয়েকটি মামলাও দায়ের হয় শীর্ষ আদালতে। তাদের দাবি ছিল, ওই নির্দেশিকার ওপর স্থগিতাদেশ জারি করা হোক। সব মামলা একত্রিত করে ২০ জুলাই শুনানির দিন ধার্য করে সুপ্রীম কোর্ট। কিন্তু মামলাকারীদের পক্ষে আরবিআই-এর নির্দেশিকার মেয়াদ শেষের আগেই শুনানির আর্জি জানানো হয়। সেই আর্জি মেনে ৩ জুলাই শুনানিতে রাজি হয় সুপ্রীম কোর্ট। শুনানির পর অন্তর্র্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। ফলে আরবিআই-এর নির্দেশিকাই বহাল রয়েছে।
×