ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

ডিএসইতে লেনদেন কমেছে ২৭.৬৯ শতাংশ

প্রকাশিত: ০৩:১৮, ১৭ ডিসেম্বর ২০১৭

ডিএসইতে লেনদেন কমেছে ২৭.৬৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের সঙ্গে কমেছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন কমার পরিমাণ ছিল ২৭ দশমিক ৬৯ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে লেনদেন মোট ২ হাজার ১৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। তবে এর আগের সপ্তাহে লেনদেন হয় ৩ হাজার ১১ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ৮৮৩ কোটি টাকা বা ২৭.৬৯ শতাংশ। গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে ১৪১টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম। মূল্যসূচকের সঙ্গে কমেছে মোট ও দৈনিক গড় লেনদেনের পরিমাণও। সপ্তাহের প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪৩৫ কোটি ৫১ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৬০২ কোটি ২৬ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১৬৬ কোটি ৭৫ লাখ টাকা বা ২৭ দশমিক ৬৯ শতাংশ। অপরদিকে শেষ সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৭৭ কোটি ৭৫ লাখ টাকা। আগের সপ্তাহজুড়ে লেনদেন হয় ৩ হাজার ১১ কোটি ৩০ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ৮৩৩ কোটি ৫৫ লাখ টাকা। গত সপ্তাহে মোট লেনদেনের ৮৩ দশমিক ৯৬ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এছাড়া বাকি ৭ দশমিক ২৪ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৩ দশমিক ৯৬ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ৪ দশমিক ৮৪ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার। এদিকে গত সপ্তাহে মূল্যসূচক ও লেনদেন কমার পাশাপাশি ডিএসইর বাজার মূলধনের পরিমাণও কমেছে। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার ৫৮০ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ২৩ হাজার ৭৩৬ কোটি টাকা। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৫২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ২ দশমিক ৪২ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিটিক্যালের শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ২৮ লাখ টাকা, যা সপ্তাহের মোট লেনদেনের ২ দশমিক ৩৬ শতাংশ। ৪৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন। লেনদেনে এরপর রয়েছে- বিডি থাই, লিগ্যাসি ফুটওয়্যার, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, সিএমসি কামাল টেক্সটাইল এবং ডরিন পাওয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সেচঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৪৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক কমেছে দশমিক ৩২ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টি কোম্পানির। আর দর কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
×