ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিক্রেতাশূন্য লিগ্যাসি ফুটওয়ার

প্রকাশিত: ০৪:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০১৭

বিক্রেতাশূন্য লিগ্যাসি ফুটওয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘণ্টায় মাথায় বিক্রেতার সঙ্কটে হল্টেড হয়েছে চামড়া খাতের লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার ক্রয় আগ্রহ দেখা গেলেও বিক্রেতার ঘরে শূন্য ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, দুপুর সাড়ে ১২টার দিকে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর ৯.৮৭ শতাংশ বেড়ে সার্কিট ব্রেকারের কাছাকাছি সীমায় অবস্থান করছে। এ সময়ে কোম্পানিটির ১ লাখ ৫৪ হাজার ৮৭টি শেয়ার ৪৪.৫০ টাকায় শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচিত সময়ে কোম্পানির ৬৬ হাজার ৩৬৮টি শেয়ার ৮৪ বারে লেনদেন হয়। যার বাজার দর ২৯ লাখ ৪৪ হাজার টাকা। কোম্পানির শেয়ার দর সর্বশেষ ৯.৮৭ শতাংশ বেড়ে ৪৪.৫০ টাকায় লেনদেন হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×