ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চার কার্যদিবসে মেঘনা কনডেন্সড মিল্কের দর বেড়েছে ২১ শতাংশ

প্রকাশিত: ০৪:৪৯, ৬ সেপ্টেম্বর ২০১৭

চার কার্যদিবসে মেঘনা কনডেন্সড মিল্কের দর বেড়েছে ২১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত চার কার্যদিবসের ব্যবধানে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারদর বেড়েছে ২১ শতাংশ। কারণ ছাড়াই এ দর বেড়েছে বলে তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত ২৮ আগস্ট কোম্পানির শেয়ারদর ছিল ১৫ টাকা, যা চার কার্যদিবসের ব্যবধানে ৪ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৮.২ টাকায়। এ হিসাবে দর বেড়েছে ৩.২ টাকা বা ২১ শতাংশ। কোম্পানির শেয়ারদর এই অস্বাভাবিকভাবে বৃদ্ধির আলোকে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। এক্ষেত্রে মেঘনা কনডেন্সড মিল্ক কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।
×