ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে টানা আট দিন সূচকের পতন

প্রকাশিত: ০৩:৪৯, ১৭ এপ্রিল ২০১৭

পুঁজিবাজারে টানা আট দিন সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ধরে সূচকের পতন ঘটেছে। এই সময় প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১৮৪ পয়েন্ট। যাতে সূচকটি প্রায় দেড় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে এসেছে। রবিবারের সেখানে ৬০ ভাগ কোম্পানির দরপতন হয়েছে। ছোট-বড় সব ধরনের কোম্পানিরই দর কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, গত ৪ এপ্রিল ডিএসইএক্স মূল্যসূচক ছিল ৫ হাজার ৭৭৭ পয়েন্ট। যা সূচকটির যাত্রার প্রায় চার বছর আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ ছিল। তবে এরপর থেকে সূচকটি টানা ৮ কার্যদিবস ধরে কমছে। যা রবিবারের লেনদেন ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৩ পয়েন্টে। এ হিসেবে সূচক কমেছে ১৮৪ পয়েন্ট। একইসঙ্গে সূচকটি গত ৭ মার্চ এর মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এদিন ডিএসইতে ৭২৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৫৯৫ কোটি ৮০ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ১২৮ কোটি ৪২ লাখ টাকার বা ২১.৫৫ শতাংশ। রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে ৯০টি বা ২৭.৬১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৯৬টি বা ৬০.১২ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি বা ১২.২৭ শতাংশ কোম্পানির। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, আগের সাত দিনের পতনের পর রবিবারে শুরুতেই শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। দিনশেষে প্রধান বাজারে মোট ১৯০টি কোম্পানির দর কমে যায়। এছাড়া পতন এতই তীব্র হয়ে যায় যে, গত ৪৯ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ ৫৩ পয়েন্ট পতন ঘটে। ফলে আট কার্যদিবসের সর্বোচ্চ পতনের কারণে গত ২৮ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ৫ হাজার ৫৯২ পয়েন্টে দাঁড়ায়। অন্য খাতের মধ্যে আর্থিক খাতের দর কমেছে ২.৬০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১.৩০ শতাংশ ও ব্যাংক খাতের দর কমেছে ১.৩০ শতাংশ। আর্থিক খাতের কোম্পানিগুলোর মধ্যে লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৬.৭০ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৫.৮০ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৪.৭০ শতাংশ দর কমেছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ৪৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৪৯৮ পয়েন্টে। বাজারটিতে ৪৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৩৭টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
×