ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে গাড়ি ক্রয়ে কার্বন ট্যাক্স

প্রকাশিত: ০৪:০২, ১০ এপ্রিল ২০১৭

ব্রিটেনে গাড়ি ক্রয়ে কার্বন ট্যাক্স

দূষণ রোধে নতুন গাড়ির ক্ষেত্রে কর পরিশোধের নিয়মনীতি চালু হয়েছে ব্রিটেনে। এ নিয়মের আওতায় পহেলা এপ্রিল থেকে গাড়ি কিনছেন, এমন সব ক্রেতাকেই কার্বন নিঃসরণের ওপর ভিত্তি করে ১০ থেকে ২ হাজার পাউন্ড করে কর পরিশোধ করতে হবে প্রথম বছর। এরপর থেকে বছরে ১৪০ পাউন্ড করে কর পরিশোধ করতে হবে। তবে ইলেক্ট্রনিক এবং হাইড্রোজেন গাড়ি, যেগুলোর মূল্য ৪০ হাজার পাউন্ডের নিচে, সেসব গাড়ির মালিকদের কোন ধরনের ট্যাক্স দিতে হবে না। নতুন এ নিয়মনীতির মধ্য দিয়ে কার্বন নিঃসরণ কমার পাশাপাশি ডিজেল চালিত গাড়ি বিক্রি কমবে বলেও প্রত্যাশা পরিবেশবিদদের। -অর্থনৈতিক রিপোর্টার
×