ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৫:১২, ২৮ মার্চ ২০১৭

প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের নিট মুনাফা বেড়েছে। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর ও প্রভিশন পরবর্তী মোট নিট মুনাফা হয়েছে ২৮৩ কোটি ৯৮ লাখ টাকা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ২৩৪ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসেবে আলোচ্য বছরে নিট মুনাফার পরিমাণ বেড়েছে ৪৯ কোটি ৫৩ লাখ টাকা বা ২১.১২ শতাংশ। অন্যদিকে আগামী ৩০ মার্চ কোম্পানিটির লভ্যাংশ নির্ধারণী পরিচালনা পর্ষদের সভা আহ্বান করা হয়েছে। ওই সভা থেকে গত অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। ব্যাংকটির কর ও প্রভিশন পূর্ববর্তী মুনাফা হয়েছে ৬২২ কোটি ১৭ লাখ টাকা। এই মুনাফার মধ্যে ব্যাংকটি খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চতি) সংরক্ষণ করেছে ৩২৮ কোটি ১৮ লাখ টাকা। আয় কর পরিশোধ করেছে ১০ কোটি টাকা। ২০১৬ সালে প্রাইম ব্যাংকের পরিচালন মুনাফা হয় ৬২৫ কোটি টাকা। ২০১৫ সালে ব্যাংকটির কর ও প্রভিশন পূর্ববর্তী মুনাফা ছিল ৫৯৯ কোটি ৩৪ লাখ টাকা। ওই বছর ব্যাংকটি খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণ করে ২৮৪ কোটি ৮৯ টাকা। আয় কর পরিশোধ করে ৮০ কোটি টাকা। ব্যাংকটির সম্পদের ওপর আয়ের হার (রিটার্ন অন এ্যাসেটস) বৃদ্ধি পেয়েছে ১.১১ শতাংশ। আর মূলধন আয়ের ওপর হার (রিটার্ন অন ইক্যুইটি) বৃদ্ধি পেয়েছে ৮.৮০ শতাংশ। ব্যাংকের বর্তমান সম্পদ মূল্য দেখানো হয়েছে ২৫ হাজার ৬৭৪ কোটি ৫৯ লাখ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ সময়ে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ১১ পয়সা। শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৫ টাকা ৭৫ পয়সা। কোম্পানিটির বর্তমান রিজার্ভ রয়েছে ১ হাজার ৩৯৬ কোটি ৯২ লাখ টাকা; পরিশোধিত মূলধন ১ হাজার ২৯ কোটি ৩৫ টাকা। বর্তমানে ব্যাংকটির ১০২ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ৬১৬টি শেয়ার রয়েছে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ব্লক মার্কেটে স্কয়ার ফার্মার ১১ কোটি টাকা লেনদেন অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৮ কোম্পানির ২১ লাখ ৯৬ হাজার ৮৫৭টি শেয়ার লেনদেন হয়। এর বাজার দর ১৭ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিগুলো হলো– ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল ফিড মিল, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের। কোম্পানির ৪ লাখ ১৭ হাজার ১৮৩টি শেয়ার ১২ বার লেনদেন হয়। এর বাজার দর ১১ কোটি ৩১ লাখ ৭ হাজার টাকা। এছাড়া ব্র্যাক ব্যাংকের ১ লাখ শেয়ার ২ বার লেনদেন হয়। এর বাজার দর ৮০ লাখ ১০ হাজার টাকা। গ্রামীণফোনের ১৭ হাজার ১৩০টি শেয়ার ৩ বার লেনদেন হয়। এর বাজার দর ৫৪ লাখ ২২ হাজার টাকা।
×