ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইন্ডিয়ান অয়েলের ১০ শতাংশ শেয়ার বিক্রি হচ্ছে

প্রকাশিত: ০৫:৪৪, ২৪ আগস্ট ২০১৫

ইন্ডিয়ান অয়েলের ১০ শতাংশ শেয়ার বিক্রি হচ্ছে

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের ১০ শতাংশ শেয়ার বিক্রি করবে ভারত। আজ সোমবার এই শেয়ার বিক্রি করা হবে বলে জানা গেছে। রয়র্টার্সসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বর্তমান দরে প্রায় ২৪.২৭ কোটি শেয়ার বিক্রি করা হবে। এর মাধ্যমে সরকারের ঘরে ৯,৫০০ কোটি রুপীরও বেশি সংগ্রহ হবে বলে আশা করা হচ্ছে। ভারতের বৃহত্তম এই তেল সংস্থার ৬৮.৬ শতাংশ শেয়ারের অংশীদার সরকার। কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্রির জন্য নির্ধারিত শেয়ারের ২০ শতাংশ রাখা হয়েছে ক্ষুদ্র লগ্নিকারীদের জন্য। সর্বোচ্চ ২ লাখ টাকার শেয়ার কিনতে আবেদন করা যাবে। এক্ষেত্রে ৫ শতাংশ ছাড়ও দেয়া হবে বলেও জানা গেছে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×