ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সুস্থ সংস্কৃতি চর্চা আবশ্যক

প্রকাশিত: ০৩:৫০, ২ মার্চ ২০১৭

সুস্থ সংস্কৃতি চর্চা আবশ্যক

মানুষ তার নিজস্ব ভাষার মাধ্যমে জ্ঞানের রাজ্যে বিচরণ করে কল্যাণময় বিষয়গুলো আহরণ করে যে চেতনার উন্মেষ ঘটায় তা-ই তার সংস্কৃতি। সংস্কৃতি একটি জীবন চেতনা। নিজেকে সভ্য ও সুন্দর করে বহির্প্রকাশ ঘটানোই হচ্ছে সংস্কৃতি। এটা মানুষের এমন একটা আনন্দের বাহন, যার মূল আশ্রয় সৌন্দর্য ও প্রেম । তরুণরা কতটা সংস্কৃতিমনা সেটি তার আচরণে, পোশাকেই ফুটে ওঠে। অন্যদিকে আপন সংস্কৃতিবোধসম্পন্ন মানুষ সঠিক আচরণ জানে। সংস্কৃতির আশ্রয় থেকে বিচ্যুত হলেই সংস্কৃতির অপমৃত্যু ঘটে। তখন সংস্কৃতি বোধসম্পন্ন ব্যক্তি নিজের সংস্কৃতিকে পদদলিত করে। অন্যের সংস্কৃতি হৃদয়ে ধারণ করে। মানবিক মূল্যবোধ, সুন্দরের পথ, কল্যাণ্যের পথ তার ভাল লাগবে না। সংস্কৃতি আমাদের সুস্থ ও হাসি-খুশি রাখে। তবে সংস্কৃতির বিকৃত রূপই হচ্ছে অপসংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে দীর্ঘদিনের লালিত সাধনার ফসল। সেখান থেকে বিচ্যুত হলেই অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটে। তরুণরা তখন জঙ্গী, গ্যাংস্টার, মস্তান, চাঁদাবাজি, সন্ত্রাসী হয়ে যায়। এটা তখন বিবেককে ধ্বংস করে দেয় এবং মূল্যবোধের মৃত্যু ঘটায়। এসব কিছু আমাদের তরুণদের মধ্যে থেকে বর্জন করতে হবে। সুস্থ সংস্কৃতি চর্চা করতে হবে। এ জন্য পাড়া-মহল্লায় পাঠাগার স্থাপন করা যেতে পারে। সেখানে দেশ-বিদেশের ভাল মানের বই, ম্যাগাজিন সংগ্রহ করতে হবে। জ্ঞানের পরিধি বাড়াতে হবে। অলস মস্তিষ্কটাকে সুস্থ রাখতে হবে ভাল কাজের মধ্যে। এ জন্য পড়াশোনার ফাঁকে ফাঁকে পাঠাগারে রচনা প্রতিযোগিতা, বইপাঠ প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। বিশেষ দিবসে কবিতা আবৃত্তি, দেশাত্মকবোধক গান, কৌতুক, গল্প লেখা প্রতিযোগিতা দিয়ে উৎসাহ দিতে হবে। এসব আয়োজন করলে নিশ্চয় তরুণরা এসবের মধ্যে ডুবে থাকবে। অপকর্ম করার সুযোগ থাকবে না। সুস্থ সংস্কৃতি চর্চা ও অপসংস্কৃতি বর্জন করতে হবে। এ জন্য শুধু প্রশাসন নয়, সমাজ ও রাষ্ট্রের অভিভাবকদেরও সচেতন হতে হবে। সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ সৃষ্টি করতে হবে। মনের ভেতরের বাজে চিন্তা দূর করে মানবিক বোধের জাগরণ করতে হবে। আর এই মানবিকবোধ দ্বারাই আমরা সব অশুভকে নাশ করে শুভ শক্তির উদ্ভব ঘটাতে পারব। এর ফলে সমাজ ও রাষ্ট্রের কালো আর্বজনা দূর হবে। আমাদের আগামী দিনের দেশ পরিচালনাকারীরা সুন্দর ও সুস্থ থাকবে। দেশ ও দশের সেবায় নিয়োজিত থাকবে। সুস্থ সংস্কৃতি চর্চার আলোয় সাদা হোক সকল কালো। সুস্থ সংস্কৃতি চর্চাই হোক আগামী প্রজন্মের অহঙ্কার। রাধানগর-পাবনা
×