ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গণশুনানি

বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ

প্রকাশিত: ০১:৪৮, ১৯ মে ২০২২

বিদ্যুতের দাম ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত না হওয়ার আগেই শুরু হলো বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি। বুধবার রাজধানীর বিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠিত গণশুনানিতে বিদ্যুতের একক পাইকারি বিক্রেতা বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বর্তমান দর ইউনিট প্রতি ৫.১৭ থেকে বাড়িয়ে ৮.৫৮ টাকা করার প্রস্তাব করেছে। বিপিডিবি বলছে, এই প্রস্তাব গ্যাসের বর্তমান দর বিবেচনায়। বিদ্যুত উৎপাদনের ক্ষেত্রে গ্যাসের দাম ১০০ শতাংশ বৃদ্ধি হলে ৯.১৪ টাকা এবং ১২৫ শতাংশ হারে বৃদ্ধি পেলে ৯.২৭ টাকা করার প্রস্তাব করা হয়। বিপিডিবির প্রস্তাবিত ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিপরীতে ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কারিগরি টিম। শুনানিতে প্রথমে বিপিডিবি তাদের প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে। এরপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) টেকনিক্যাল কমিটি তাদের সারসংক্ষেপ উত্থাপন করে। এরপর শুরু হয় উন্মুক্ত শুনানি পর্ব। কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিলের নেতৃত্বে শুনানি গ্রহণে উপস্থিত ছিলেন সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক ও মোঃ কামরুজ্জামান। বিপিডিবির পাইকারি দাম বৃদ্ধির প্রস্তাবে বলা হয়, চাহিদা মতো গ্যাস সরবরাহ না পাওয়ায় তেল দিয়ে বিদ্যুত উৎপাদন করতে গিয়ে খরচ বেড়ে গেছে। ২০১৯-২০ অর্থবছরে বিদ্যুতে গড় উৎপাদন খরচ ছিল ২.১৩ টাকা, ২০২০-২১ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৩.১৬ টাকায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, কয়লার মূসক বৃদ্ধির কারণে ২০২২ সালে ইউনিট প্রতি উৎপাদন খরচ দাঁড়াবে ৪.২৪ টাকায়। পাইকারি দাম না বাড়লে ২০২২ সালে ৩০ হাজার ২৫১ কোটি ৮০ লাখ টাকা লোকসান হবে বলে জানায় বিপিডিবি। এর প্রেক্ষিতে ভর্তুকি দিলে দাম আগের মতোই আর ভর্তুকি না দিলে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর সুপারিশ করে বিইআরসির কারিগরি কমিটি।
×