ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঈদের আলোচিত নাটকের পাঁচ নির্মাতা

প্রকাশিত: ১৮:১০, ১৮ মে ২০২২

ঈদের আলোচিত নাটকের পাঁচ নির্মাতা

অনলাইন রিপার্টার ॥ ঈদ মানেই টেলিভিশনের পর্দায় নতুন নতুন নাটকের সমাহার। এ কারণে ঈদ এলেই নির্মাতা ও অভিনয়শিল্পীদের ব্যস্ততা বেড়ে যায়। এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি। ঈদ উপলক্ষে এবার বিভিন্ন টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে প্রায় ৬ শতাধিক নাটক। তার মধ্যে কিছু নাটক দর্শকের মাঝে সাড়া ফেলেছে। আবার কিছু নাটক ইউটিউব ট্রেন্ড ভিউয়ের দৌড়ে এগিয়ে। কিছু নাটক প্রশংসিত হয়েছে। এসব নাটক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা হচ্ছে। এবার ঈদে দর্শক যেসব নাটক নিয়ে আলোচনা করছেন সেসব আলোচিত কয়েকটি নাটক নিয়ে বিশেষ এই প্রতিবেদন| কাজল আরেফিন অমি : ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মধ্য দিয়ে চলতি সময়ে বেশ আলোচনায় নির্মাতা অমি। ঈদেও তিনি পিছিয়ে নেই। তার নির্মিত ‘ব্যাচেলর রমজান’, ‘ফিমেল টু’ এবং ‘ব্যাড বাজ’ নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে এগিয়ে আছে। এসব নাটকে অভিনয় করেছেন- মারজুক রাসেল, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, ফারিয়া শাহরিন, সাফা কবির, পারশা ইভানা, চাষী আলম, শিমুল শর্মা, পাভেলসহ অনেকেই। নির্মাতা মহিদুল মহিম: গেল কয়েক বছর এ নির্মাতা বেশ কিছু নাটক নির্মাণের মধ্য দিয়ে নিজের মুন্সিয়ানা দেখান। অপূর্ব, নিশো, মেহজাবিন থেকে শুরু করে জনপ্রিয় অনেক তারকাই তার সঙ্গে কাজ করছেন। এবার ঈদে এ নির্মাতার ‘নসিব’ নাটকটি বেশ আলোচনায় এসেছে। ফারহানের সাবলিল অভিনয় দর্শক মহলে দারুণ প্রশংসিত। একইসঙ্গে এ নির্মাতার ‘প্রিয়জন’ নাটকটিও সাড়া ফেলেছে। এতে অভিনয় করেছেন অপূর্ব ও সাবিলা নূর। ভিকি জাহেদ: গত বছর ঈদেও এ নির্মাতা মেহজাবিনকে নিয়ে ‘পূনর্জন্ম’ নাটকটি নির্মাণ করে বেশ আলোচনায় আসেন। এবার ঈদেও তার ব্যতিক্রম হয়নি। এরইমধ্যে ‘চম্পা হাউজ’ নাটকটিও দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এতে অভিনয় করেছেন মেহজাবিন ছাড়াও আরও অভিনয় করেছেন আফরান নিশো। জাকারিয়া সৌখিন: এ নির্মাতার ‘ভুলোনা আমায়’ নাটকটি দর্শকের মধ্যে বেশ প্রশংসিত। এতে অভিনয় করেছেন- মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। নাটকের ‘প্রেমের আগুন’ গানটিও দর্শক-শ্রোতার মধ্যে সাড়া ফেলেছে। এ মিজানের কথায় গানটিকে কণ্ঠ দিয়েছেন বেলাল খান। সৈয়দ শাকিল: এ নির্মাতা বরাবরই একটু ভিন্ন ধরনের গল্পে নাটক নির্মাণ করেন। এরআগেও অপূর্বকে নিয়ে বেশ কিছু ভিন্ন ধরনের নাটক নির্মাণ করে প্রশংসা পান তিনি। তারই ধারাবাহিকতায় ‘একটা নির্জন দুপুর চাই’। অপূর্ব ও তাসনিয়া ফারিণ অভিনীত নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
×