ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দেশের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ২৩:৪৫, ৪ ফেব্রুয়ারি ২০২২

দেশের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ছাত্র-ছাত্রীদের অধ্যয়নে মনোনিবেশ করার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে। আধুনিক সময়ের অন্যকিছু যেন তোমাদের গ্রাস না করে। দেশের কাজে ও দেশের মানুষের জন্য সবসময় সকল কাজে উৎসাহ উদ্দীপনা নিয়ে তোমরা এগিয়ে আসবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় নেতৃত্ব দেবে, ভালো মানুষ হয়ে গড়ে উঠবে, মনে রাখবে জীবন প্রযুক্তি ও বিজ্ঞান নির্ভর হলেও আমাদের সংস্কৃতি কৃষি নির্ভর। বৃহস্পতিবার তিনি গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) স্নাতক প্রথমবর্ষ ২০২১-২২ ও স্নাতকোত্তর উইন্টার ২০২১ টার্মে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভার্চুয়াল প্লাটফর্মে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কৃষি শিক্ষা, কৃষির উন্নয়ন, গবেষণা ও এর সম্প্রসারণে কৃষিবিদদের গুরুত্ব অপরিসীম। গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অর্জন নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। এ বিশ্ববিদ্যালয় শুধুমাত্র বর্তমান কৃষির চ্যালেঞ্জ নিয়েই গবেষণা করছে না, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এ বিশ্ববিদ্যালয় শুধু বর্তমান সময়ের সাফল্য নিয়ে ভাবে না, ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও কাজ করে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন ও ব্লু ইকোনমি নিয়েও এ বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. প্রফেসর মোঃ মশিউর রহমান ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া।
×