ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মৎস্য চাষ সম্প্রসারণে আলোচনা

প্রকাশিত: ২৩:৫৭, ২৮ জানুয়ারি ২০২২

মৎস্য চাষ সম্প্রসারণে আলোচনা

ধামরাই সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে ২০২১-২০২২ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজনীন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগ মৎস্য অধিদফতরের উপপরিচালক জিল্লুর রহমান। উপস্থিাত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, বাথুলী মৎস্য সিবিজি সমবায় সমিতির সভাপতি আরশাদ আলী আসাদ, সহ-সভাপতি আব্দুল আলীম, সাধারণ স¤পাদক রফিকুল ইসলাম নপু প্রমুখ। মানিকগঞ্জে একজনের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ ॥ মানিকগঞ্জে গৃহবধূ সালেহা আক্তার হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদ- এবং ১০ হাজার টাকা অর্থদ- , অনাদায়ে দুই মাসের কারাদ- দিয়েছেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য আসামির অনুপস্থিতিতে এই রায় দেন। ফটিকছড়িতে দুদকের মামলা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক চট্টগ্রামের জেলা কার্যালয়-২ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মোঃ নুরুল ইসলাম। মামলায় চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পের দৈনিক মজুরির অর্থ আত্মসাত এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার দুদক সূত্রে এ তথ্য জানা যায়। মৌলভীবাজারে জরিমানা নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে বৃহস্পতিবার অভিযানে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
×