ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ল আরও ১ মাস

প্রকাশিত: ২৩:২৭, ২৮ জানুয়ারি ২০২২

৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ল আরও ১ মাস

৪৪ তম বিসিএস পরীক্ষা ২০২১ এর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারি থেকে বাড়িয়ে ২ মার্চ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪ তম বিসিএস পরীক্ষা ২০২১ এর অনলাইন আবেদনপত্র (ইচঝঈ ঋড়ৎস -১ ) জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টার পরিবর্তে ২ মার্চ ৬ টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ২ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টায় এস.এম.এস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। উল্লেখ্য, নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং পূর্ব নির্ধারিত ২৭ মে যথারীতি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
×