ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীর মেয়র লিটন ও দুই এমপি করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২১:২৯, ১৭ জানুয়ারি ২০২২

রাজশাহীর মেয়র লিটন ও দুই এমপি করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ছাড়াও একসঙ্গে রাজশাহীর আরও দুই এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা হলেন রাজশাহী-৩ (পবা-মোহানপুর) আসনের এমপি আয়েন উদ্দিন ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। এর আগেও এই দুই এমপি করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর মেয়র লিটন ও অপর দুই এমপির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তারা ঢাকায় নিজ নিজ বাসায় অবস্থান করছেন। গত ৯ জানুয়ারি থেকে মেয়র লিটন ঢাকাতেই রয়েছেন। এছাড়া এমপি আয়েন ও এনামুল হকও ঢাকায় রয়েছেন। রাসিক সূত্র জানায়, প্রধামন্ত্রীর সঙ্গে গণভবনের দেখা করার জন্য রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শুক্রবার নমুনা দিয়েছিলেন। শনিবার রাতে তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন এবং তার করোনা সংক্রান্ত কোন শারীরিক লক্ষণ নেই। তিনি ভাল আছেন। মেয়র লিটন দ্বিতীয় দফায় করোনার নমুনা পরীক্ষা করাবেন। এরপর করোনার ফলের ওপর নির্ভর করে তিনি রাজশাহীতে ফিরবেন বলে জানিয়েছে রাসিক সূত্র। তরুণের মৃত্যু ॥ এদিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণে এক তরুণের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই তরুণ পাবনা জেলার বাসিন্দা। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছে। হাসপাতালের আইসিইউতে মারা যাওয়া ওই রোগীর বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
×