ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাত্র তিন লাখ টাকা হলে চোখের আলো ফিরে পেতে পারেন দরিদ্র ইসহাক

প্রকাশিত: ২৩:৪৫, ৮ ডিসেম্বর ২০২১

মাত্র তিন লাখ টাকা হলে চোখের আলো ফিরে পেতে পারেন দরিদ্র ইসহাক

জনকণ্ঠ ডেস্ক ॥ এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধকারে দীর্ঘদিন পার করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আড়াইসিধার বাসিন্দা শিকদার ইসহাক আলী। দৃষ্টিহীন অবস্থায় আয়ের কোন সুযোগ না থাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে মানবেতর দিন পার করছেন তিনি। সম্প্রতি কুমিল্লা ও ঢাকার কয়েকটি হাসপাতালে দুই চোখ পরীক্ষা করিয়ে তিনি জানতে পেরেছেন, মাত্র ৩ লাখ টাকা হলে অপারেশন করে চোখের দৃষ্টি ফিরে পাবেন তিনি। কিন্তু এই ৩ লাখ টাকা ব্যয়ের সামর্থ্য ইসহাকের পরিবারের নেই। তাই সমাজের বিত্তবান মানুষের কাছে তিনি আর্থিক সাহায্যের আবেদন করেছেন। মাত্র ৩ লাখ টাকা হলেই আবারও পৃথিবীর আলো দেখতে পারবেন তিনি। শিকদার ইসহাক আলীকে সাহায্য পাঠানোর ঠিকানা- গ্রাম ও ডাকঘরÑ আড়াইসিধা, উপজেলা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, মোবাইল ০১৭৩২৫৪৭৬৭৮ (বিকাশ ও নগদ)। ঘোষণা ॥ দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। নগদ দিতে চাইলে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না। প্রেস বিজ্ঞপ্তি
×