ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে কম্বল বিতরণ

প্রকাশিত: ২৩:৫৬, ৭ ডিসেম্বর ২০২১

শাহজাদপুরে কম্বল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ ॥ রাতের আঁধারে শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড, দ্বারিয়াপুর বাজার, মনিরামপুর বাজার ও দিলরুবা বাসস্ট্যান্ডে থাকা অসহায় বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন স্থানীয় এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। রবিবার মধ্যরাতে শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসাদ উল্লাহ তুষার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, মনিরুল গণি চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার, আব্দুস সোবাহান, আশিক আহমেদ, শাকিল প্রমুখ। বাল্যবিয়ে মুক্ত ঘোষণা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের রাজারহাট উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে রাজারহাট হেলিপ্যাড মাঠে গণসমাবেশে ভার্চুয়ালি উপস্থিত থেকে ঘোষণা দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগী সংস্থা আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প আয়োজিত সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, ইউএনও নূরে তাসনিম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বিবিএফজি প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী ও আরডিআরএস এর হেড অফ ডেভেলপমেন্ট প্রোগ্রামার আব্দুল সামাদ প্রমুখ।
×