ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওমিক্রনের শঙ্কা দুই নারী ক্রিকেটারকে নিয়ে!

প্রকাশিত: ২৩:১২, ৭ ডিসেম্বর ২০২১

ওমিক্রনের শঙ্কা দুই নারী ক্রিকেটারকে নিয়ে!

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়েতে মহিলা ওয়ানডে বিশ^কাপ বাছাই খেলতে গিয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। তবে মহামারী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবে মাঝপথেই স্থগিত হয়ে যায় বাছাইপর্ব। গত সেপ্টেম্বর পর্যন্ত সর্বশেষ র‌্যাঙ্কিং অনুসারে ৫ নম্বরে থাকায় প্রথমবারের মতো আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ^কাপে খেলার মর্যাদা লাভ করে বাংলাদেশের মেয়েরা। সেই গৌরব নিয়ে আফ্রিকা মহাদেশে ওমিক্রনের দাপটে বেশ কয়েক দেশ ঘুরে ১ ডিসেম্বর ঢাকায় পা রাখেন তারা। ৫ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন শেষ করে সোমবার তাদের মুক্ত হওয়ার কথা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তাদের সঙ্গে দেখা করতে গিয়ে জানতে পারেন দুই নারী ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে রাখা হয়েছে এবং সতর্কতা হিসেবে বাকি নারী ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হচ্ছে। আক্রান্ত দুই জনের শরীরে ওমিক্রন আছে কিনা তা নিশ্চিতে ভিন্ন একটি পরীক্ষা করা হচ্ছে। ওমিক্রন শঙ্কায় নানা ঝামেলার মধ্যে দিয়ে ফিরতে হয়েছে দেশে। এরপর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে মহিলা ক্রিকেটারদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে যেতে হয়। সব ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের সকলকে কয়েকবার করোনা পরীক্ষা করানো হলে সবাই নেগেটিভ ছিলেন। কিন্তু কোয়ারেন্টাইন শেষ হওয়ার দিন সোমবারই বড় দুঃসংবাদ, দুই জন করোনা পজিটিভ। তবে তাদের নাম জানানো হয়নি। এদিন দুপুরে পাপন তাদের সঙ্গে সাক্ষাত করে মধ্যাহ্নভোজের কথা থাকলেও কোনটিই হয়নি। সব ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের সর্বশেষ করা করোনা পরীক্ষাতে ২ জন পজিটিভ হয়েছেন। ওমিক্রন শঙ্কা থাকায় এখন স্বাস্থ্য অধিদফতর পুরো বিষয়টির দেখভাল করবে। এ নিয়ে মহিলা ক্রিকেট দলের এক কর্মকর্তা বলেছেন, ‘দু’জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার পর বিষয়টি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদফতরের কাছে চলে গেছে, তারা এটা দেখভাল করবে। যাবতীয় সিদ্ধান্ত তারাই নেবে। ওমিক্রন কিনা, এটা নিশ্চিত হতে একটি বিশেষ টেস্ট করাতে হয়, সেটাও করানো হচ্ছে।’
×