ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মিথ্যা মামলা দিয়ে হাজতে ঢুকিয়ে বাড়ি দখল

প্রকাশিত: ০১:১২, ৬ ডিসেম্বর ২০২১

মিথ্যা মামলা দিয়ে হাজতে ঢুকিয়ে বাড়ি দখল

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আশুলিয়ায় চাঁদাবাজির ভুয়া মামলা দিয়ে জাহিদ হাসান নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর তিনি হাজতে থাকা অবস্থায় তার বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে সাভারের থানা রোডের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জাহিদ হাসান এ কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘প্রায় ৫ মাস আগে স্থানীয় জাহাঙ্গীর আলম তালুকদার নামে এক ব্যক্তি আমাকে ফোন করে আমার ক্রয়কৃত বাড়ি তার বলে দাবি করেন। পরবর্তীতে তাকে কাগজপত্র নিয়ে দেখা করতে বললে সে উল্টো আমাকে হুমকি দেয়া শুরু করে। এক পর্যায়ে আমার নামে মিথ্যে চাঁদাবাজির মামলা দেয়। ওই মামলায় আমাকে গ্রেফতার করে হাজতে ঢুকানো হলে সেই সুযোগে জাহাঙ্গীর আমার বাড়ি দখল করে নেয়।’ জাহিদ বলেন, ১৯ দিন পর জামিনে বের হয়ে বাড়ির সামনে গেলে জাহাঙ্গীরের শাশুড়ি ও স্ত্রী নাটকীয়ভাবে তাদের কাপড় ছিঁড়ে নিজের শরীর নিজেই খামাচি মেরে আমার বিরুদ্ধে আবারও চাঁদাবাজি মামলা দায়ের করেন। পরে সেই মামলায় আমি আগাম জামিন পাই। ভূমিদস্যু জাহাঙ্গীর শুধু আমার না, একই কৌশলে তিনি আরও অনেকের বাড়ি দখল করেছে।
×