ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেতাকর্মীদের ভাগ না করার আহ্বান মন্ত্রী রাসেলের

প্রকাশিত: ০২:০২, ৫ ডিসেম্বর ২০২১

নেতাকর্মীদের ভাগ না করার আহ্বান মন্ত্রী রাসেলের

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, দয়া করে গাজীপুর মহানগর আওয়ামী লীগে সাধারণ নেতাকর্মীদের ভাগ করবেন না, কষ্ট দেবেন না, ক্ষতি করবেন না। আমরা শেখ হাসিনার নেতৃত্বে মিলেমিশে আছি এবং থাকব। ছোটখাটো ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে অন্যায় করেছে সে শাস্তি পেয়েছে। একজনের ভুলের শাস্তি আরেকজন পেতে পারে না। আমরা দলে কোন বিশৃঙ্খলা চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইশারায় চলতে হবে আমাদের। মন্ত্রী রাসেল শুক্রবার রাতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের এক সভায় নেতাকর্মীদের মাঝে বক্তৃতাকালে এ সব কথা বলেন। মন্ত্রী রাসেল আরও বলেন, আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনা। আমরা শুধু বঙ্গবন্ধুর নৌকা বুঝি আর এ নৌকায়ই আমরা ঐক্যবদ্ধ থাকব। শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ গাজীপুর মহানগরে আগের চাইতে এখন ঐক্যবদ্ধ এবং অনেক শক্তিশালী।
×