ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওমিক্রন ॥ মোকাবিলা করতে সব দেশকে প্রস্তুত থাকতে বলল ডব্লিউএইচও

প্রকাশিত: ২১:০০, ৩ ডিসেম্বর ২০২১

ওমিক্রন ॥ মোকাবিলা করতে সব দেশকে প্রস্তুত থাকতে বলল ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সম্ভাব্য ঊর্ধ্বগতির কারণে সংক্রমণ বৃদ্ধি ও ছড়িয়ে পড়া ঠেকাতে বিশ্বের দেশগুলোকে স্বাস্থ্যসেবার সক্ষমতা ও টিকাদান কর্মসূচি জোরদার করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওমিক্রনের সংক্রমণ নিয়ে বিশেষ করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে ডব্লিউএইচও আজ শুক্রবার এ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানায়। সংস্থা বলেছে, ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রমণ ছড়িয়ে পড়াকে সাময়িকভাবে বিলম্বিত করতে পারে, তবে এককভাবে তা সমাধান নয়। জাতিসংঘের সংস্থাটি বলছে, করোনাভাইরাসের নতুন ধরনটির বিরুদ্ধে টিকার নতুন সংস্করণ আনার প্রয়োজন হবে ধরে নিয়ে ওষুধ কোম্পানিগুলোর এখনই তোড়জোড় শুরু করা উচিত। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমিয়ার বলেন, আফ্রিকার দক্ষিণাঞ্চলে প্রথম শনাক্ত হওয়া এই নতুন ধরন কতটা সংক্রামক ও মারাত্মক সে বিষয়ে এখনও গবেষণা চলছে। “তবে বিদ্যমান টিকার নতুন সংস্করণ আনার প্রয়োজন হবে ধরে নিয়ে টিকা প্রস্তুতকারকদের আগেভাগেই পরিকল্পনা শুরু করা উচিত। শেষ ঘণ্টা বাজার অপেক্ষায় না থেকে এটা করলেই ভালো হবে।” ওমিক্রনে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর তিনি পাননি বলে জানান। সংক্রমণ নিয়ন্ত্রণে গতকাল বৃহস্পতিবার হংকং, নেদারল্যান্ডস, নরওয়ে ও রাশিয়াসহ আরও কিছু দেশ বিশ্বজুড়ে ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ জোরদার করার কথা ঘোষণা করেছে। জার্মানি বলেছে, তারা টিকা গ্রহণ না করা লোকজনকে একেবারে জরুরি ব্যবসা-বাণিজ্য ছাড়া অন্য সব কার্যক্রম থেকে দূরে রাখার ব্যবস্থা নেবে। সেই সঙ্গে আসছে বছরের শুরু থেকে টিকা নেওয়া বাধ্যতামূলক করতে আইন প্রণয়ন করতে যাচ্ছে।
×