ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ওমিক্রন মোকাবেলায় সর্বোচ্চভাবে প্রস্তুত থাকতে হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০১:২২, ৩ ডিসেম্বর ২০২১

ওমিক্রন মোকাবেলায় সর্বোচ্চভাবে প্রস্তুত থাকতে হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ওমিক্রন মোকাবেলায় আমাদের সর্বোচ্চভাবে প্রস্তুত থাকতে হবে। আফ্রিকায় ইতোমধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। আফ্রিকায় আমাদের বিমান যায় না। তবে অন্য কোন এয়ারলাইন্সে করে সে দেশ থেকে আমাদের দেশে কেউ এলে তাদের বোর্ডিং পাস দেয়া হবে না। আর বোর্ডিং পাস দিলেও যাদের ডাবল ভ্যাকসিন আছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। বৃহস্পতিবার বিকেলে সিলেট সদর উপজেলার ছালিয়া এলাকায় কমিউনিটি এগেইনস্ট পভারটি (ক্যাপ)-এর আর্থসামাজিক প্রকল্প ‘দ্য গার্ডিয়ান এ্যান্ড অর্ফান ভিলেজ’র উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফ্রিকার আশপাশের দেশগুলোতে যারা আছেন তাদের ডিসকারেজ করার জন্য অথবা এখন দেশে না এসে পরে আসার জন্য সব মিশনকে বলে দেয়া হয়েছে। তবে বাংলাদেশ প্রস্তুত, এটা সমস্যা হবে না আশা করি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রধান অতিথি হিসেবে যোগদানের বিষয়টি এখনও নিশ্চিত নয়। আগামী ১০ ডিসেম্বর ভারতীয় সচিব বার্তা নিয়ে আসার পর সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
×