ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কামরুন্নাহার ফৌজদারি বিচার কাজের উপযুক্ত নন

প্রকাশিত: ২৩:১২, ২৬ নভেম্বর ২০২১

কামরুন্নাহার ফৌজদারি বিচার কাজের উপযুক্ত নন

স্টাফ রিপোর্টার ॥ বিচারক কামরুন্নাহার অসৎ উদ্দেশ্যে আসামিকে জামিন দিয়েছিলেন। ঢাকার সাবেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কামরুন্নাহার কোন ধরনের ফৌজদারি বিচারকার্য পরিচালনার জন্য উপযুক্ত (ফিট) নন। বুধবার রাতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপীল বেঞ্চের দেয়া পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলা হয়েছে। রায়ে বলা হয়েছে ‘আমরা নথি পর্যালোচনা করে দেখেছি, মোছাঃ কামরুন্নাহার অসৎ উদ্দেশ্যে জামিন মঞ্জুর করেছেন। ধর্ষণ মামলায় স্থগিতাদেশ থাকার পরও গত ২২ নবেম্বর আসলাম শিকদারকে জামিন দিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করেছেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সাবেক বিচারক মোছাঃ কামরুন্নাহার। তিনি কোন ধরনের ফৌজদারি বিচারকার্য পরিচালনার জন্য উপযুক্ত (ফিট) নন। তাই সংবিধানের ১০৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী তার বিচারিক ক্ষমতা সিজ করা হলো। তিনি দেশের কোন আদালতে ফৌজদারি বিষয় পরিচালনা করতে পারবেন না।’ এরপর বনানী রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলায় গত ১১ নবেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর তৎকালীন বিচারক মোছাঃ কামরুন্নাহার ৫ আসামিকে খালাস দেন। রায় ঘোষণার সময় তিনি ধর্ষণের ৭২ ঘণ্টা পর মামলা গ্রহণ না করতে পুলিশকে নির্দেশনা দেন। এই পর্যবেক্ষণ দিয়ে সমালোচনার মুখে পড়ায় চলতি বছরের ১৪ নবেম্বর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। ওই দিনই তাকে ট্রাইব্যুনাল থেকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
×