ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

উত্তাপহীন এল ক্ল্যাসিকোতে রিয়ালের জয়

প্রকাশিত: ০০:১৩, ২৬ অক্টোবর ২০২১

উত্তাপহীন এল ক্ল্যাসিকোতে রিয়ালের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সান্টিয়াগো বার্নাব্যু ছাড়ার পর রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার আগুনে লড়াইয়ে কিছুটা ভাটা পড়েছিল। এরপর আরেক তারকা লিওনেল মেসি ন্যুক্যাম্প ছাড়ার পর এল ক্ল্যাসিকো পরিণত হয়েছে মরা ম্যাচে! অনেকটা উত্তাপহীন হয়ে পড়েছে দুই সেয়ানের লড়াই। রবিবার রাতে স্প্যানিশ লা লিগার এল ক্ল্যাসিকোর আগে যেমন কথার লড়াই জমেনি। ন্যুক্যাম্পে ম্যাচও ছিল অনেকটা নিরুত্তাপ। এই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাকে ২-১ গোলে হারিয়েছে সফরকারী রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৩২ মিনিটে বেয়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদে আসা ডেভিড আলাবা গোল করে রিয়ালকে এগিয়ে দেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রড্রিগো গোয়েসের সহায়তায় লক্ষ্যভেদ করেন আলাবা। এই গোলেই জয় দেখছিল লস ব্লাঙ্কোসরা। বিরতির পর ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৪ মিনিট) লুকাস ভাসকুয়েজ গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে (৯০+৭ মিনিট) ম্যানচেস্টার সিটি থেকে বার্সিলোনায় আসা আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরো বার্সার হয়ে সান্ত¦নার একমাত্র গোলটি করেন। করোনাভাইরাসের নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এই ম্যাচে গ্যালারি ছিল দর্শকে ভরা। চেনা মাঠে, চেনা দর্শকদের সামনে রোনাল্ড কোম্যানের শিষ্যরা পারেনি নিজেদের মেলে ধরতে। ম্যাচ শেষে বার্সিলোনা কোচ বলেন, ফল নিয়ে আমি খুশি হতে পারছি না। আমি মনে করি, আমরা আরও ভালো কিছুর যোগ্য ছিলাম।
×