ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী বছরও করোনার প্রকোপ থাকবে ॥ ডব্লিউএইচও

প্রকাশিত: ০০:০২, ২২ অক্টোবর ২০২১

আগামী বছরও করোনার প্রকোপ থাকবে ॥ ডব্লিউএইচও

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনার সংক্রমণ-মৃত্যুতে গত ১৮ মাসেরও বেশি সময় ধরে বিপর্যয়ের মধ্যে আছে গোটা বিশ্ব। সবাই আশায় আছে দ্রæত এই মহামারীর অবসানের। কিন্তু সেই আশায় কার্যত পানি ঢেলে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘভিত্তিক এই সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ডাঃ ব্রুস আইলওয়ার্ড এক সাক্ষাতকারে বলেন, এখনও বিশ্বের অনেক দরিদ্র দেশ করোনা টিকার কোন ডোজ পায়নি। টিকার ডোজের মজুত না থাকায় টিকাদান কর্মসূচী শুরুই করতে পারেনি- এমন দেশের সংখ্যাও কম নয়। ফলে বিশ্বজুড়ে টিকা বণ্টনের যে বর্তমান চিত্র তাতে খুব সহজেই বোঝা যায়, ২০২২ সালের মধ্যে পৃথিবী থেকে করোনা নির্মূল হবে না। এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ২৪ কোটি ২৯ লাখ ৩৬ হাজার ৩৩ জন। মৃত্যু ৪৯ লাখ ৪০ হাজার ৩৪৪ জন। সুস্থ হয়েছে ২২ কোটি ১৮ লাখ ৮ হাজার ৫২৩ জন। খবর ওয়েবসাইট ও ওয়ার্ল্ডোমিটার্সের। আইলওয়ার্ড আরও বলেন, উন্নত দেশগুলোতে যেখানে গড়ে মোট জনসংখ্যার ৪০ শতাংশই করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন, সেখানে আফ্রিকার দেশগুলোতে টিকার ডোজ সম্পূর্ণ করেছেন ৫ শতাংশেরও কম মানুষ। ‘আমি আপনাকে দ্বিধাহীনভাবে বলতে পারি- মহামারী নির্মূলে আমরা সঠিক পথে নেই। টিকাদান কর্মসূচীর গতি ও বিস্তৃতি যদি বাড়ানো না হয়, সেক্ষেত্রে আগামী ২০২২ সালেও আমাদের মহামারীর মধ্যেই বসবাস করতে হবে’।
×