ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

প্রকাশিত: ২৩:৫২, ১৭ অক্টোবর ২০২১

দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। ওমানে বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডে প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই মিশন শুরুর মাত্র একদিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন অপরিহার্য অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ফাইনাল খেলেছেন শুক্রবার রাতে দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে। এরপরই সড়কপথে ওমানের পথে রওনা হন তিনি এবং শনিবার সকালে বাংলাদেশের টিম হোটেলে ওঠেন। সাকিবকে আইপিএল খেলার জন্য ৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছাড়পত্র দেয়। কিন্তু কেকেআর প্লে-অফে ওঠার পর বিসিবিকে শেষ পর্যন্ত সাকিবের খেলানোর ব্যাপারে রাজি করাতে সক্ষম হয়। তাই ফাইনাল খেলেই দলের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের এ নির্ভরযোগ্য অলরাউন্ডার। এবার আইপিএলে তেমন সুবিধা করতে পারেননি সাকিব। ৮ ম্যাচ খেলে ৪ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন মাত্র ৪৭ রান। তবে যেহেতু আরব আমিরাত ও ওমানেই টি২০ বিশ্বকাপ, সে কারণে ভালো প্রস্তুতি নিতে পারবেন সাকিব এমন চিন্তা থেকেই আইপিএলের শেষ পর্যন্ত তাকে খেলার সুযোগ দিয়েছে বিসিবি। তবে টানা খেলা এবং জৈব সুরক্ষা বলয়ে থেকে প্রায় ৫ ঘণ্টার বাস ভ্রমণ শেষে দলের সঙ্গে যোগ দেওয়া সাকিব মাত্র ৩৬ ঘণ্টা পরই বিশ্বকাপ মঞ্চে নেমে প্রস্তুতিটা কতটা কার্যকর করতে পারবেন সেটিই এখন দেখার অপেক্ষা। আজই স্কটল্যান্ডের বিপক্ষে রাত ৮টায় বিশ্বকাপের প্রাথমিক রাউন্ডে প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ।
×