ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১২ হাজার কোটি রুপী গচ্চা!

প্রকাশিত: ২৩:১৮, ১৭ অক্টোবর ২০২১

১২ হাজার কোটি রুপী গচ্চা!

ট্রেনের কামরা এবং রেলস্টেশনে যাত্রীদের ফেলা পানের পিক পরিষ্কার করতে প্রতি বছর প্রায় ১২ হাজার কোটি রুপী গচ্চা দেয় ভারতীয় রেল কর্তৃপক্ষ। করোনার কারণে প্রায় দুবছর ধরে চলছে স্বাস্থ্যবিধি মেনে চলার গাইডলাইন। এক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে পরিচ্ছন্নতার ওপরে। কিন্তু তাতে কী! পানের পিক ফেলতে তো আর বাধা নেই। তাই হরহামেশাই পানের পিক ফেলেন আম জনতা। এতেই বিপাকে পড়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। প্রতিবছর এই বাবদ প্রায় ১২ হাজার কোটি রুপীও খরচ করছে তারা। তবে এবারে সমস্যার সমাধান হতে চলেছে। ঠিক হয়েছে থুতু ফেলার জন্য রেল স্টেশনে বসানো হবে কিয়স্ক। এতে স্টেশন বা লাইনে থুতু না ফেলে কিয়স্ক ব্যবহার করতে পারবেন সবাই। তাই পানের পিকও আর যেখানে সেখানে ফেলতে হবে না। আপাতত দেশটির ৪২ স্টেশনে এই ধরনের কিয়স্ক বসানোর পরিকল্পনা রয়েছে। এইসব কিয়স্কে থাকবে এক ধরনের পাউচ। সেখানেই থুতু ফেলা যাবে। এতে সমস্যা অনেকটাই সমাধান হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।-নিউজ-১৮ অবলম্বনে।
×