ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি হাইকমান্ডের বৈঠক ॥ দল পুনর্গঠন ও আন্দোলনের প্রস্তাব

প্রকাশিত: ২৩:১৪, ২২ সেপ্টেম্বর ২০২১

বিএনপি হাইকমান্ডের বৈঠক ॥ দল পুনর্গঠন ও আন্দোলনের প্রস্তাব

স্টাফ রিপোর্টার ॥ ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে নির্বাহী কমিটির সদস্য পদে থাকা ঢাকা ও ফরিদপুরের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি হাইকমান্ড। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি এ বৈঠকে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা দল পুনর্গঠন করে আন্দোলন শুরু করার প্রস্তাব করেন। বৈঠক চলাকালে গুলশান কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৈঠক সূত্র জানায়, শুরুতেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভবিষ্যত কর্মকৌশল নিয়ে সুনির্দিষ্ট কোন প্রস্তাব থাকলে তা উল্লেখ করে অংশগ্রহণকারী নেতাদের বক্তব্য রাখতে বলেন। এরপর এক করে বেশ ক’জন বক্তা তাদের নিজে নিজ প্রস্তাব তুলে ধরেন। এ সময় যোগ্য নেতাদের নিয়ে কমিটি পুনর্গঠন করে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করার প্রস্তাব করেন বেশ ক’জন বক্তা। মঙ্গলবারের বৈঠকে ১৪৮ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ঢাকা বিভাগের ১০৮ জন, ফরিদপুর বিভাগের ১৪ জন এবং এই ২ বিভাগের সাংগঠনিক জেলার সভাপতি পদে থাকা (পদাধিকারবলে নির্বাহী কমিটির সদস্য) ২৬ জন। আমন্ত্রিত নেতাদের মধ্যে অধিকাংশই বৈঠকে উপস্থিত ছিলেন। আজ বুধবার মতবিনিময় করা হবে ১২৯ জনের সঙ্গে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের ৩৭ জন, কুমিল্লা বিভাগের ২৩ জন, ময়মনসিংহ বিভাগের ১৮ জন, সিলেট বিভাগের ১৪ জন, রংপুর বিভাগের ১৭ জন এবং এসব বিভাগের বিভিন্ন জেলা সভাপতি ২০ জন। আগামীকাল বৃহস্পতিবার মতবিনিময় করা হবে ১০৮ জনের সঙ্গে। এর মধ্যে খুলনা বিভাগের ৩২ জন, রাজশাহী বিভাগের ৩৫ জন, বরিশাল বিভাগের ২৭ জন এবং এসব বিভাগের বিভিন্ন সাংগঠনিক জেলা সভাপতি ১৪ জন।
×