ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শাহপরীর দ্বীপ বাঁধে ভাঙন ॥ সিসি ব্লক বসানোর দাবি

প্রকাশিত: ১৬:৫৪, ৩১ জুলাই ২০২১

শাহপরীর দ্বীপ বাঁধে ভাঙন ॥ সিসি ব্লক বসানোর দাবি

সংবাদদাতা, টেকনাফ ॥ ভারী বর্ষণ ও সাগরের জোয়ারের আঘাতে টেকনাফ শাহপরীর দ্বীপ সড়কের বাঁধে ভাঙন দেখা দিয়েছে। শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বঙ্গোপসাগর সংলগ্ন ঝুঁকিপূর্ণ অংশে এ ভাঙন দেখা দেয়। দ্রুত সংস্কার না করলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। উত্তাল সমুদ্রের ঢেউ প্রতিনিয়ত আঘাত করায় অতি টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি। এক্ষেত্রে বাঁধের বাইরের অংশে ব্লক না বসালে এ বেড়িবাঁধ টিকিয়ে রাখা কঠিন হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সদস্য সোনা আলী। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন বলেন, নাফনদী ও বঙ্গোপসাগরের মিলনস্থল হওয়ায় এ অংশ বেশ ঝুঁকিপূর্ণ। বাঁধ টেকসই করতে বাঁধের বাইরে ঝুঁকিপূর্ণ অংশে ব্লক বসানোর বিকল্প নেই। জানা যায়, নাফ নদীর তীর ঘেঁষে সম্প্রতি নির্মাণ শেষ হয়েছে শাহপরীর দ্বীপ অংশে। কিন্তু শাহপরীর দ্বীপ অংশের প্রায় এক হাজার মিটার অংশ খুবই ঝুঁকিতে রয়েছে। ঝুঁকিপূর্ণ অংশগুলো নাফনদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলে হওয়ায় ঢেউয়ের আঘাতে যে কোন সময়ে এ বেড়িবাঁধ বিলীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উপ সহকারী প্রকৌশলী মো: মিজানুর রহমান বলেন, ভারী বর্ষণে শাহপরীর দ্বীপের কিছু অংশে ভাঙনের বিষয়টি অবগত হয়েছি। ভাঙন অংশ দ্রুত সংস্কার করা হবে। এছাড়া ব্লক বসানোর একটি প্রস্তাব উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
×