ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে আবারও এক বন্দী কিশোরকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০১:২৯, ১১ জুলাই ২০২১

টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে আবারও এক বন্দী কিশোরকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১০ জুলাই ॥ টঙ্গী চেরাগআলী কলেজগেট এলাকায় শনিবার রাতে কিশোর উন্নয়ন কেন্দ্র আবারও এক কিশোর বন্দীকে পিটিয়ে হত্যা করেছে। নিহত কিশোরের নাম শিহাব (১৬)। পিতার নাম ফারুক মিয়া। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার ভূঁইয়াপাড়ায়। টঙ্গী পূর্ব থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। কি কারণে আবারও তরতাজা এক কিশোর হত্যাকা-ের শিকার হলো তা প্রশাসনের কেউ বলতে পারছে না। উল্লেখ্য, এ হত্যাকা- ঘটনার কয়েক মাস আগেও ভারতের এক কিশোরকে মেরে ফেলে কিশোর উন্নয়ন কেন্দ্রের স্টাফ কর্মচারীরা। এখানে প্রতিবছরই একজন দুজন করে কিশোর নিবাসী হত্যাকা-ের শিকার হয়ে আসছে। ঘটনার বিবরণে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার মামলা ৭ নম্বর মামলার কিশোর আসামি গত মে মাসের ৫ তারিখে শিহাবকে এখানে আনা হয়। পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারার আসামি হিসাবে শিহাব টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে কারাভোগ করছিল। টঙ্গী আহসান উল্লাহ মাস্টার এমপি হাসপাতাল সূত্র রাতে জনকণ্ঠকে জানায়, রাত নয়টার পর কিশোর উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন রক্তাক্ত অবস্থায় কিশোর শিহাবকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। কিশোর উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন তাৎক্ষণিক জনকণ্ঠের জিজ্ঞাসাবাদে জানান, কিশোর হাজতিদের মধ্যে মারামারির ঘটনায় শিহাব গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় শিহাবকে হাসপাতালে আনা হলে সে মারা যায়। এদিকে কিশোর নিবাসীর অন্য কিশোররা বলছে, কিশোর উন্নয়ন কেন্দ্রের স্টাফ কর্মচারীরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে।
×