ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ২৩:৫৩, ২৫ জুন ২০২১

খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এদিকে শেওড়াপাড়ায় তেলের লরি থেকে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঢামেক হাসপাতালে রোগীর মোবাইল চুরি করার সময় হাতেনাতে এক চোরকে গ্রেফতার করা হয়েছে। সূত্র জানায়, রাজধানীর খিলগাঁও রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ইলিয়াস মাহমুদ কিরণ (৪৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। খিলগাঁও বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি শাজাহানপুর রেল কলোনি এ/৩০ নম্বর বাড়িতে সপরিবার থাকতেন। নিহতের বাবার নাম গোলাম মোস্তফা। গ্রামের বাড়ি নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী পথচারী হাবিব জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহজাহানপুর পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে রেলক্রসিং হেঁটে রাস্তা পার হচ্ছিলেন ইলিয়াস। এ সময় কমলাপুরগামী মালবাহী একটি ট্রেনের নিচে পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। মাথায়ও গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। নিহত কিরণের মেয়ে মিম জানান, বাবার খিলগাঁও বাজারে দোকান রয়েছে। সকালে দোকানে যাওয়ার সময় বাবা ট্রেনে কাটা পড়েন এবং তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাসপাতালের মারা যান তিনি। ৩৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ ॥ জ্বালানি বহনকারী ট্যাঙ্ক লরি থেকে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ রিগান খান (২৭), মোঃ জাকির হোসেন (২৪) ও মোঃ খোকন মৃধা। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা এই বিপুল পরিমাণ গাঁজা বি’বাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসছিল। মাদক সেবন ও বিক্রি- গ্রেফতার ৬৯ ॥ রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২৬ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন ও ৪৯ কেজি ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোবাইল চোর আটক ॥ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ডে রোগীর মোবাইল চুরি করার সময় ইয়াসিন (২৯) নামে এক চোরকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার রাতে হাসপাতালে রোগীর স্বজন মোঃ রিয়াজ মোবাইল চোরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে আনসার সদস্যদের মাধ্যমে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওয়ার্ড থেকে মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে চোর ইয়াসিনকে আটক করেন রোগীর স্বজন।
×