ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ২০ জুন রাঙ্গুনিয়ার ১শ’ গৃহহীন পরিবারে ঘর হস্তান্তর করবেন

প্রকাশিত: ০০:২৫, ১৩ জুন ২০২১

প্রধানমন্ত্রী ২০ জুন রাঙ্গুনিয়ার ১শ’ গৃহহীন পরিবারে ঘর হস্তান্তর করবেন

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১শ’ গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২০ জুন সকালে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্মিত ১শ’টি পাকা ঘর হস্তান্তর করবেন তিনি। মুজিববর্ষের উপহার হিসেবে ২য় পর্যায়ে নির্মিত এসব ঘর হস্তান্তর করা হবে। খবর বাসসর। এদিন রাঙ্গুনিয়া প্রান্তে বেতাগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বহলপুর গ্রামে নির্মিত ৩০টি পাকাঘর স্থানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ উপকারভোগীরা যুক্ত হবেন। শনিবার এসব ঘর নির্মাণ কার্যক্রম এবং প্রস্তুতি দেখতে বেতাগী ইউনিয়নের বহলপুর গ্রাম পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান। এ সময় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্তি জেলা প্রশাসক এস এম জাকারিয়া, খন্দকার জামসেদ হোসেন, মাসুদ করিম, উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম, ইউপি চেয়ারম্যান নুর কুতুবুল আলমসহ সরকারী বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ওই এলাকার মৃত কুশা দাশের স্ত্রী উপকারভোগী মিনু দাশ, মোঃ নাছের খানসহ কয়েকজন উপকারভোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
×