ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার কঠিন শর্ত

প্রকাশিত: ২৩:৪১, ১৩ জুন ২০২১

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার কঠিন শর্ত

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হনসের ইঙ্গিত সত্যি হলে বাংলাদেশে আসছেন না স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গেøন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মার্কাস স্টয়নিসের মতো তারকা ক্রিকেটার। স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমের খবর, করোনাকালে কোয়ারেন্টান, কঠোর বিধিনিষেধের মানসিক ধকল বিবেচনায় নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) নীতিগতভাবে সেটি মেনে নিতে যাচ্ছে। ফলে দ্বিতীয় সারির দলে পরিণত হচ্ছে অস্ট্রেলিয়া। অথচ স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কঠিন ‘তিন’ শর্ত দিয়েছে সিএ। ইমিগ্রেশন ছাড়াই প্রবেশের সুবিধা, পুরো হোটেল বুকিং এবং এক ভেন্যুতে সব ম্যাচ আয়োজন। আগামী জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে টাইগারদের সঙ্গে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে এ্যারন ফিঞ্চের দল। অসিদের প্রথম শর্ত হলো বিমানবন্দরে ইমিগ্রেশন ছাড়াই তাদের বাংলাদেশে প্রবেশ করতে দিতে হবে। এই অদ্ভুত দাবি মূলত করোনা মহামারীর কারণে। সিএ’র চাওয়া, বাংলাদেশে পৌঁছে বিমানবন্দরে ইমিগ্রেশন করতে হবে না; বিমান থেকে নেমে বাসে করে দল চলে যাবে টিম হোটেলে। ইমিগ্রেশন প্রক্রিয়া ভিন্ন কোন পন্থায় সম্পন্ন করতে চায় তারা। দ্বিতীয় যে শর্ত তা বাড়িয়ে তুলবে বিসিবির খরচ। যে হোটেলে অসিদের রাখা হবে সেই হোটেল পুরোটাই তাদের জন্য বুকিং করতে হবে। অর্থাৎ বাইরের কোন অতিথি বা গ্রাহক সেই হোটেল ব্যবহার করতে পারবেন না, যতদিন অস্ট্রেলিয়া দল সেই হোটেলে অবস্থান করবে। এক্ষেত্রে জৈব সুরক্ষা বলয়ের সংশ্লিষ্টরাই শুধু হোটেলে অবস্থান করতে পারবেন। তৃতীয় শর্ত হলো- পাঁচটি টি২০ই সম্পন্ন করতে হবে এক ভেন্যুতে। বাংলাদেশে করোনার ধাক্কা সামলে ক্রিকেট শুরুর পর থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ওপর দিয়ে অনেক চাপ যাচ্ছে। বিসিবি তাই সিরিজের একাধিক ম্যাচ চট্টগ্রামে আয়োজন করতে চেয়েছিল। তবে অস্ট্রেলিয়া এক ভেন্যুতেই পাঁচটি ম্যাচ খেলতে চায়। সবগুলো শর্তই করোনা মহামারীর কারণে, তবে বিসিবির কাছে এসব শর্ত পূরণ কঠিনই হবে। ইমিগ্রেশনের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করতে হবে, পুরো হোটেল বুকিং করতে হলে সেটাও বেশ ব্যয়বহুল ব্যাপার।
×