ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘হয়তো এটাই শেষ সকাল’

প্রকাশিত: ১৭:২৪, ২১ এপ্রিল ২০২১

‘হয়তো এটাই শেষ সকাল’

অনলাইন ডেস্ক ॥ করোনা মহামারিতে যত দিন যাচ্ছে ভারতের অবস্থা আরও ভয়ানক হয়ে উঠছে। মহামারি শুরুর পর থেকে সকল রেকর্ড ছাপিয়ে দেশটিতে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখ। সবচেয়ে খারাপ অবস্থা দিল্লি আর মহারাষ্ট্রের। করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারতে খালি নেই হাসপাতালের বেড, আক্রান্ত হচ্ছেন চিকিৎসক-নার্সরাও। দিনের পর দিন করোনা রোগীদের সেবা দিতে গিয়ে তাদের শরীরেও বাসা বাঁধছে এই ভাইরাস। আক্রান্ত হওয়ার পর কেউ সুস্থ হয়ে ফিরে আসছেন, আবার কেউ হার মেনে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ের চিকিৎসক ড. মনিশা যাদব। ৫১ বছর বয়সী এই চিকিৎসক শহরের সেওরি টিবি হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু অবস্থা প্রতিদিন একটু একটু করে খারাপ হচ্ছিল। এরপর গত শনিবার ফেসবুকে তিনি একটি পোস্ট দেন। সম্ভবত নিজের সময় ফুরিয়ে আসছে বুঝতে পেরেই কিছু কথা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।
×