ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে এখন থেকে করোনা রোগীদের চিকিৎসা

প্রকাশিত: ০০:৫৬, ২০ এপ্রিল ২০২১

বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে এখন থেকে করোনা রোগীদের চিকিৎসা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালকে করোনা ডেডিকেটেড (কোভিড-১৯) হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনা রোগীদের চিকিৎসা সেবা বাড়াতে সোমবার এই সিদ্ধান্ত নেয়া হয়। বগুড়ায় অব্যাহতভাবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে আইসিইউ বেডের সঙ্কট দেখা দিয়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মোহাম্মাদ আলী হাসপাতালে হাই ফ্লো নজেল ক্যানোলার সঙ্কট রয়েছে। এরই মাঝে হাসপাতালে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর চাপ। মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের করোনা ইউনিটে বেড খালি নেই বললেই চলে। এ পরিস্থিতিতে সোমবার জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার পর বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়।
×