ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঢাকায় ফ্লাইট বন্ধ ঘোষণা করল আমিরাতের ৩ এয়ারলাইন্স

প্রকাশিত: ০১:১৪, ১৩ এপ্রিল ২০২১

ঢাকায় ফ্লাইট বন্ধ ঘোষণা করল আমিরাতের ৩ এয়ারলাইন্স

জনকণ্ঠ ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক দুই এয়ারলাইন্স এমিরেটস ও ফ্লাই দুবাই এবং আবুধাবিভিত্তিক ইতিহাদ ঢাকা থেকে যাত্রীবাহী সকল ফ্লাইট চলাচল এক সপ্তাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে। সোমবার এ খবর জানিয়েছে দেশটির ইংরেজী দৈনিক। খবর খালিজ টাইমসের। এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সরকারী নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে আগামী ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এই সময়ে ঢাকা থেকে চলাচলকারী কোন যাত্রীর ভ্রমণের অনুমতি থাকবে না।’ ইতিহাদ তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘আগামী ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কর্তৃপক্ষ কর্তৃক প্রবর্তিত আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আপনি এই সময়ের মধ্যে বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন না।’ সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত হওয়ার আগে আগামী ১৩ এপ্রিল রাত সোয়া ১টা ঢাকা থেকে এমিরেটসের শেষ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সোমবার করোনার উর্ধমুখী সংক্রমণ মোকাবেলায় আরও এক সপ্তাহের জন্য বিধিনিষেধ জারি করেছে বাংলাদেশ সরকার। ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
×