ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ফের বার্সা সভাপতি হলেন লাপোর্তা

প্রকাশিত: ০০:৪৮, ৯ মার্চ ২০২১

ফের বার্সা সভাপতি হলেন লাপোর্তা

স্পোর্টস রিপোর্টার ॥ দ্বিতীয়বারের মতো স্প্যানিশ শীর্ষ ক্লাব বার্সিলোনার সভাপতি হলেন হুয়ান লাপোর্তা। তার মূল চ্যালেঞ্জ লিওনেল মেসিকে ধরে রাখা। আর্জেন্টাইন তারকা প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভোট দেয়ায় আশায় বুক বাঁধছেন তিনি। দলের প্রতি ভালবাসা থেকেই হয়তো থেকে যাবেন বার্সিলোনা অধিনায়ক। প্রথম মেয়াদে দায়িত্ব পালনের পর যখন ২০১০ সালে ন্যুক্যাম্প ছেড়েছিলেন তিনি তখন বার্সিলোনা ছিল বিশ্বসেরা দল। সেই লাপোর্তাই দ্বিতীয়বারের মতো সভাপতির দায়িত্ব নিচ্ছেন ধুঁকতে থাকা ক্লাবটির। রবিবার বার্সিলোনার সভাপতি নির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন লাপোর্তা। ৫৫,৬১১ সদস্য ভোট দিয়েছেন। লাপোর্তা পেয়েছেন ৫৪.৩ শতাংশ ভোট। তার নিকট প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট পেয়েছেন ৩০ শতাংশ ভোট, টনি ফ্রেইক্সার ভোট ৯ শতাংশ। ১২ ঘণ্টা ধরে হওয়া এই ভোটে নতুন বোর্ড প্রধান বেছে নিতে লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জর্ডি আলবাসহ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা অংশ নিয়েছেন। লাপোর্তা প্রথম মেয়াদে বার্সিলোনার সভাপতি থাকা অবস্থায় ক্লাবকে ঈর্ষণীয় সাফল্য এনে দিয়েছিলেন। তিনি ২০০৩ সালে দায়িত্ব নিয়ে সাত বছর ছিলেন। সেই সময় বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত হয় বার্সা। সেই সময়টাতেই বার্সার স্বর্ণযুগ ছিল। লিওনেল মেসির আবির্ভাব হয় সিনিয়র দলে। পেপ গার্ডিওলার মতো কোচ দায়িত্ব পালন করেছেন। তার অধীনেই খেলেছেন আন্দেস্র ইনিয়েস্তা, জাভি, মেসিরা। দ্বিতীয় মেয়াদে লাপোর্তার চ্যালেঞ্জ হবে আরও কঠিন। বার্সিলোনা ঋণের মধ্যে আছে। ক্লাবে ব্যাপক রদবদল হয়েছে। সবচেয়ে বড় কথা, দলের মূল তারকা মেসির সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হয়ে যাচ্ছে সামনের গ্রীষ্মেই।
×