ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্পে শিশু হত্যা ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০০:৩৭, ৯ মার্চ ২০২১

রোহিঙ্গা ক্যাম্পে শিশু হত্যা ॥ গ্রেফতার ২

জনকণ্ঠ ডেস্ক ॥ টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে রোহিঙ্গা শিশুকে অপহরণ করে হত্যায় জড়িত অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার রাত সোয়া ৮টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে। খবর বিডি নিউজের। গ্রেফতারকৃতরা হচ্ছে, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বি-ব্লকের মোঃ আজিমুল্লাহ’র ছেলে রহমত উল্লাহ (২৩) এবং একই ক্যাম্পের সি-ব্লকের রহমত উল্লাহ’র স্ত্রী সানজিদা আক্তার (৩৫)। গ্রেফতারকৃতরা পরস্পরের আত্মীয় বলে জানা গেছে। গত ২ মার্চ সকালে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে ঘরের পাশ থেকে নিখোঁজ হয় শাহিনুর আক্তার নামের আট বছরের রোহিঙ্গা শিশু। নিখোঁজের তিনদিন পর গত ৫ মার্চ বিকেলে ক্যাম্পটি সংলগ্ন পাহাড়ী এলাকা থেকে শিশুটির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে এপিবিএন। শিশুটির একটি হাতও শরীর থেকে বিচ্ছিন্ন ছিল। রোহিঙ্গা শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় জড়িত থাকার ব্যাপারে প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে বলে এপিবিএন জানিয়েছে।
×