ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতির পিতার ২৪ বছরের আন্দোলন সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে ॥ স্পীকার

প্রকাশিত: ২৩:০৮, ২ মার্চ ২০২১

জাতির পিতার ২৪ বছরের আন্দোলন সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ চব্বিশ বছরের আন্দোলন-সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ডিজিটাল পদ্ধতিতে তৈরি ত্রিমাত্রিক ভিডিও ‘পিতা’ এক্ষেত্রে স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদ প্রাঙ্গণে মার্চ মাসব্যাপী ভিডিওটির প্রদর্শনীর আয়োজন একটি অনন্য উদাহরণ। সোমবার বাঘ ইকো মোটরের আয়োজনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ত্রিমাত্রিক ভিডিও ‘পিতা’র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে স্পীকার একথা বলেন। এ সময় স্পীকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উক্ত ভিডিও প্রদর্শনীর উদ্বোধন করেন। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জনসাধারণের জন্য মার্চ মাসব্যাপী এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে। স্পীকার বলেন, ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত জাতির পিতার ৭ মার্চের ভাষণের ত্রিমাত্রিক ভিডিওটি ২০১৭ সালের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। নতুন প্রজন্মকে আলোকিত করতে ৭ মার্চের ভাষণের পাশাপাশি জাতির পিতার অন্যান্য ভাষণ বিভিন্ন প্লাটফর্ম থেকে প্রচারের উদ্যোগ গ্রহণ জরুরী। বঙ্গবন্ধু প্যাভিলিয়নের মাধ্যমে জাতির পিতার বর্ণাঢ্য জীবনের ইতিহাস ইতোমধ্যেই সংসদ প্রাঙ্গণে প্রদর্শিত হয়েছে। ত্রিমাত্রিক ভিডিওটি তৈরির উদ্যোক্তা জেডওকে গ্রুপের প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস পরামর্শক সৈয়দ ইসতিয়াক হোসেন, জেডওকে গ্রুপের প্রতিনিধিবৃন্দ, জাতীয় সংসদের উর্ধতন কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
×