ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্চের প্রথম সপ্তাহ থেকে ঢাবির হল খোলার সিদ্ধান্ত

প্রকাশিত: ০০:২১, ২৭ জানুয়ারি ২০২১

মার্চের প্রথম সপ্তাহ থেকে ঢাবির হল খোলার সিদ্ধান্ত

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথমে মাস্টার্স এবং অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আংশিকভাবে হল খোলা হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রোভোস্ট স্ট্যান্ডিং কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রোভোস্ট কমিটির সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। বিষয়টি নিশ্চিত করে প্রোভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং স্যার এ এফ রহমান হলের প্রোভোস্ট কে এম সাইফুল ইসলাম খান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষার্থীদের আগে হলে ওঠানো হবে। এ ক্ষেত্রে প্রথমে মাস্টার্স এবং অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আংশিকভাবে হল খোলা হবে। পরীক্ষা শেষ হলে তাদের আবার হল ত্যাগ করতে হবে শিক্ষার্থীদের। আমরা আমাদের পরামর্শ দিয়েছি মাত্র। এই পরামর্শ ডিনস কমিটিতে যাবে। সেখান থেকে একাডেমিক কাউন্সিলে যাওয়ার পর তারাই সিদ্ধান্ত নেবে। প্রোভোস্ট কমিটির সদস্য সচিব ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, আমরা হল খোলার ব্যাপারে একটা জায়গায় পৌঁছেছি। যেসব বিভাগ সেমিস্টার ফাইনালের তারিখ দিয়ে দিয়েছে সেসব বিভাগের শিক্ষার্থীদের ডেটা নিয়েছি। হল প্রাধ্যক্ষরা এ ব্যাপারে সবাই তাদের কাছে থাকা তথ্য দিয়েছেন। পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে আমরা হলে তুলব। কেননা, পরীক্ষার আগে ফর্ম ফিলাপের বিষয় রয়েছে। তিনি আরও বলেন, হলে যাদের রুম বরাদ্দ রয়েছে তাদের হলে নেয়া হবে। এর বাইরে আর কেউ হলে উঠবে না। এছাড়া, ছাত্রত্ব শেষ এবং বহিরাগতদের ব্যাপারেও কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×