ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দলে পরিবর্তনের আভাস তামিমের

প্রকাশিত: ০০:১৮, ২৪ জানুয়ারি ২০২১

চট্টগ্রামে দলে পরিবর্তনের আভাস তামিমের

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দাপটে ১০ মাসেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিল বাংলাদেশ দল। সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ দিয়ে আবার ফিরেছে দল আন্তর্জাতিক অঙ্গনে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়া প্রথম দুই ম্যাচেই প্রতিপক্ষ উইন্ডিজকে সহজে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে তামিম ইকবালের দল। নিয়মিত অধিনায়ক হিসেবে যাত্রার শুরুতেই এমন সাফল্য পেয়ে সন্তুষ্ট তামিম। এখন চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে সোমবার। সেখানেও জয়ের আশা তার। তবে ভিশন ২০২৩ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কিছু পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিতে চায় স্বাগতিক বাংলাদেশ। খুব বেশি না হলেও একাদশে কিছুটা পরিবর্তন আনার আভাস দিয়েছেন অধিনায়ক তামিমও। শুক্রবার রাতে দ্বিতীয় ওয়ানডে শেষ হয়েছে। শনিবার দুপুরেই বিশেষ বিমানে করে উভয় দল বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছে। সেখানে ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর লড়াই ভাঙ্গাচোরা ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক জেসন মোহাম্মদের। স্পিন ভয়ে ভীত ক্যারিবীয়রা প্রথম দুই ওয়ানডেতে কোন সুযোগই পায়নি লড়াইয়ের। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয়ের নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। দ্বিতীয় ওয়ানডেতে অফস্পিনার মেহেদী হাসান মিরাজ হন ৭ উইকেটে জয়ের নায়ক। উভয় ম্যাচে পেসাররাও দারুণ বোলিং করেছেন। বিশেষ করে অভিষেক হওয়া তরুণ পেসার হাসান মাহমুদ ও নির্ভরযোগ্য বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান প্রত্যাশা পূরণ করেছেন। তবে অভিজ্ঞ রুবেল হোসেন কোন উইকেটের দেখা পাননি। এদিকে দলে এখনও অপরিহার্য পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও গতিময় পেসার তাসকিন আহমেদ সাইডবেঞ্চে বসে আছেন। উদীয়মান বাঁহাতি পেসার শরিফুল ইসলামও সুযোগ পাননি। ইতোমধ্যেই সিরিজ জেতা হয়ে গেছে, তাই তামিম বলেন, ‘তাসকিন-সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররা এখনও একাদশে সুযোগ পাননি। দলে জায়গা পেতে কঠিন প্রতিযোগিতা চলছে।’ দলের এখন যে পারফর্মেন্স তাতে করে একাদশে পরিবর্তন আনা কঠিনই হয়ে পড়েছে টিম ম্যানেজমেন্টের জন্য। তাছাড়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সুপার লীগ শুরু হওয়াতে প্রতিটি ম্যাচের গুরুত্ব বেড়ে গেছে অনেক। একটি ম্যাচ জিতলেই ১০ পয়েন্ট, আর তাতে করে এগিয়ে থাকার সুযোগ অন্য দলগুলোর চেয়ে। তাই উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে পূর্ণ পয়েন্ট অর্জনে মূলত মনোযোগ বাংলাদেশ দলের। এরপরও তামিম বলেন, ‘সকলেরই খেলার সুযোগ পাওয়া উচিত। যারা এখনও খেলার সুযোগ পাননি তারা সকলেই ভাল করার সামর্থ্য রাখে। আমি নিশ্চিত তৃতীয় ওয়ানডেতে আমাদের কিছু পরিবর্তন হবে এবং আশাকরি যারা আসবে ভাল করবে।’ শনিবার দুপুরেই উভয় দল একই ফ্লাইটে করে চট্টগ্রাম পৌঁছেছে। সেখানেই সোমবার মুখোমুখি হবে দু’দল। তার আগে আজ মাত্র ১ দিনই সুযোগ আছে দু’দলের অনুশীলনে প্রস্তুত হওয়ার। টানা দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া হওয়ায় হতাশ উইন্ডিজ অধিনায়ক জেসন। কিন্তু শেষ ওয়ানডেতে তিনি ভাল কিছু করতে আশাবাদী।
×