ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল সাড়ে ৯ ঘণ্টা বন্ধ, দুর্ভোগ

প্রকাশিত: ২২:৪০, ২৩ জানুয়ারি ২০২১

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল সাড়ে ৯ ঘণ্টা বন্ধ, দুর্ভোগ

সংবাদদাতা, রাজবাড়ী, ২২ জানুয়ারি ॥ ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল প্রতিদিনই ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রায় সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে শত শত যানবাহন দৌলতদিয়া ঘাটে আটকে পরে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুটার পর কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। কুয়াশার মাত্রা কমে এলে বেলা সাড়ে ১১টার সময় ফেরি চলাচল স্বাভাবিক হয়। টানা সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে শতশত যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকার-মাইক্রোবাস ফেরিপারের অপেক্ষায় থাকে। এ্যাম্বুলেন্স চালক হায়দার আলী বলেন, ‘রাত দুটার পর দৌলতদিয়া ঘাটে এসেছি। এসেই জানতে পারি, ফেরি চলাচল বন্ধ। যে কারণে টিকেট কাউন্টারের পাশে অসুস্থ রোগী নিয়ে সারারাত কাটাতে হলো।’ আমজাদ হোসেন নামে এক মাইক্রোবাস চালক বলেন, প্রতিনিয়ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কুয়াশার সময় ফেরি বন্ধ থাকে। ঝড়ের সময় ফেরি বন্ধ থাকে। বর্ষার সময় ঘাট নষ্ট। সমস্যার যেন শেষ নেই। প্রতিনিয়ত সমস্যা মোকাবেলা করে এই নৌরুটে চলাচল করতে হয়। সোহাগ পরিবহনের যাত্রী মরিয়ম বেগম বলেন, ফেরি বন্ধ হওয়ার কারণে সারারাত গাড়ির মধ্যে বসে থাকতে হয়েছে। নিরাপত্তার কারণে গাড়ি থেকে নামতেও পারি নাই। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া উভয় ঘাট মিলে প্রতি ২৪ ঘণ্টায় ৭০-৮০ লাখ টাকা রাজস্ব আদায় হয়। ডিসেম্বরের শেষ সাতদিনে ৫৩ ঘণ্টা এবং জানুয়ারি মাসে ছয়দিনে ৪৪ ঘণ্টা কুয়াশার কারণে ফেরি বন্ধ ছিল। এই হিসেবে ১৩ দিনে ৯৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। সেই হিসেবে প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয় বিআইডব্লিউটিসি।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক মোঃ মাহাবুব হোসেন বলেন, বৃহস্পতিবার রাত দুটার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ করা হয়। এ সময় মাঝ নদীতে চারটি ফেরি নোঙ্গর করে থাকে। তিনি বলেন, টানা সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া পারে কিছু যানবাহন ফেরিপারের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, এই নৌরুটে বর্তমান নয়টি রোরো (বড়), ছয়টি ইউটিলিটি (ছোট) এবং একটি কে-টাইপসহ (মাঝারি) ১৬টি ফেরি রয়েছে।
×