ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মোদিকে ধন্যবাদ দিলেন শেখ হাসিনা

প্রকাশিত: ০০:২৩, ২২ জানুয়ারি ২০২১

মোদিকে ধন্যবাদ দিলেন শেখ হাসিনা

জনকণ্ঠ ডেস্ক ॥ সঙ্কটকালে কোভিড-১৯ টিকা উপহার পাঠানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবছর পূর্তির অনুষ্ঠানমালা উদ্বোধনের সময় তিনি এ ধন্যবাদ জানান। খবর বিডি নিউজের। ভারত সরকারের উপহার হিসেবে অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের ২০ লাখ ডোজ এদিন দুপুরেই বাংলাদেশে পৌঁছে। প্রতিবেশী কোন দেশকে ভারতের উপহার হিসাবে দেয়া টিকার সবচেয়ে বড় চালান এটি বলে জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন যেটা আমরা পেয়েছি ভারত থেকে উপহারস্বরূপ সেটা এসে পৌঁছে গেছে। এজন্য ভারতের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই।’ ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি এই টিকারই ৩ কোটি ডোজ কিনছে বাংলাদেশ সরকার। তার প্রথম চালান আগামী সপ্তাহেই আসার কথা। শেখ হাসিনা বলেন, আমরা যেটা টাকা দিয়ে কিনেছি, সেটা ২৫ বা ২৬ তারিখ এসে পৌঁছবে। এই ভ্যাকসিন কীভাবে দেয়া হবে, সব বিষয়ে পরিকল্পনা আমরা নিয়ে রেখে দিয়েছি। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় সরকার সব ধরনের পদক্ষেপই নিয়েছে বলেও জানান তিনি।
×