ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযান চলছে

প্রকাশিত: ০০:১৮, ২১ জানুয়ারি ২০২১

বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযান চলছে

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২০ জানুয়ারি ॥ বুড়িগঙ্গার তীর পুনর্দখল রোধে কামরাঙ্গীরচর এলাকায় বুধবার তৃতীয় দিনের মতো বিশেষ উচ্ছেদ অভিযানে চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কামরাঙ্গীরচরের ঠোটারমাথা থেকে মুসলিমবাগ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ এ অভিযান চলে। এ সময় ছোটবড় মিলিয়ে ৭৩টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে তিনতলা পাকা ভবন ৩টি, দোতলা পাকা ভবন ৭টি, একতলা পাকা ভবন ৫টি, আধা পাকা ভবন ও দোকানঘর ৩৫টি, দোতলা টিনের ঘর ১টি, টিনশেডের ঘর ১০টি ও টংঘর ১২টি। এছাড়াও নদীর তীরবর্তী ০.৫০ একর জায়গা দখলমুক্ত করা হয়। তিনদিনের অভিযানে মোট ২শ’ ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং নদীর তীরবর্তী মোট ৪.৫ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। এ বিশেষ অভিযান চলবে আগামীকালও। বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা যুগ্ম পরিচালক গুলজার আলী, উপপরিচালক এহতাসামুল পারভেজ, সহকারী পরিচালক আসাদুজ্জামান। নৌ-পুলিশ, জেলা পুলিশ, রিভারগার্ড, ফায়ার সার্ভিস, তিতাস গ্যাস, বিদ্যুত বিভাগ ও আনসার সদস্যরা অভিযানে সহায়তা করেন। ঢাকা নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা গুলজার আলী বলেন, এখানে সীমানা পিলারের যে নতুন এলাইনমেন্ট দেয়া হয়েছে সেই অনুযায়ী আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। নতুন যে সীমানা পিলার স্থাপন করা তা বর্তমানের সীমানা পিলারের প্রায় ৪০ ফুট ভেতরে স্থাপিত হবে। নড়াইলে আওয়ামী লীগের দুই প্রচার ক্যাম্পে আগুন পৌরসভা নির্বাচন নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২০ জানুয়ারি ॥ নড়াইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুটি নির্বাচনী অফিসে রাতের আঁধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বলেন, রাতে পৌর এলাকার আদালতপুর ও ডুমুরতলা নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে দুটি অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে নড়াইল পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
×