ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনার টিকা বিতরণ নিয়ে ডব্লিউএইচওর সমালোচনা

প্রকাশিত: ১৩:২৮, ১৯ জানুয়ারি ২০২১

করোনার টিকা বিতরণ নিয়ে ডব্লিউএইচওর সমালোচনা

অনলাইন ডেস্ক ॥ অসম করোনা টিকা নীতির কারণে বিশ্ব এক ‘বিপর্যয়কর নৈতিক ব্যর্থতার’ মুখোমুখি বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানম গেবরিয়াসুস। তিনি বলেন, দরিদ্র দেশগুলোর ঝুঁকিতে থাকা অধিবাসীদের তুলনায় ধনী দেশগুলোর তরুণ ও স্বাস্থ্যবানেরা আগা টিকা নিচ্ছেন, যা একেবারেই ন্যায়সঙ্গত হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ৪৯টি ধনী দেশকে তিন কোটি ৯০ লাখ টিকা দেয়া হয়েছে। কিন্তু একটি গরিব দেশ মাত্র ২৫টি ডোজ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্যানেলের তৈরি করা এক অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেখিয়েছে, ধারণার ভুল, পরিকল্পনার ত্রুটি এবং পদক্ষেপ নিতে বিলম্ব- এমনকি খোদ ডব্লিউএইচওর ভুল পদক্ষেপ কীভাবে মহামারীর বিস্তার ঠেকানোর চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে, কেড়ে নিয়েছে ২০ লাখের বেশি মানুষের প্রাণ। মহামারী মোকাবেলার প্রস্তুতি ও সাড়াদান বিষয়ে সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত এই স্বাধীন প্যানেল তাদের প্রতিবেদনে বলেছে, সামগ্রিকভাবে আমরা ব্যর্থ হয়েছি, মানুষের জন্য একটি সুরক্ষা বলয় তৈরি করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে পারিনি।
×