ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থমন্ত্রীর আশাবাদ

করোনা মোকাবেলা করে আগামী বছরের অর্থনীতি ভাল যাবে

প্রকাশিত: ২২:৩৪, ৩১ ডিসেম্বর ২০২০

করোনা মোকাবেলা করে আগামী বছরের অর্থনীতি ভাল যাবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনা মোকাবেলা করে আগামী বছরের অর্থনীতি ভাল যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সারা পৃথিবীর অর্থনীতি নিম্নগামী হলেও সেই তুলনায় বাংলাদেশ অনেক ভাল অবস্থানে রয়েছে। খাদ্য নিরাপত্তা জোরদার করতে জরুরী ভিত্তিতে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানিসহ ছয় ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বুধবার সরকারী ক্রয়সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। ওই বৈঠকেই চাল ক্রয়সহ ছয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। চিকিৎসার জন্য বর্তমান অর্থমন্ত্রী সিঙ্গাপুর অবস্থান করছেন। অনলাইনে ভার্চুয়ালি তিনি অংশগ্রহণ করে বৈঠকে সভাপতিত্ব করেন। অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আ হ ম মুস্তফা কামাল বলেন, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রক্ষেপণ করেছে ২০২০ সালে উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি ৪ শতাংশ কম হবে। এশিয়ার দেশগুলোতে এ হার ১ দশমিক ৭ শতাংশ। দক্ষিণ এশিয়ার বাংলাদেশে এ হার আর কম হবে। অর্থাৎ করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতির সামষ্টিক সূচকগুলো ভাল অবস্থানে থাকবে। তিনি বলেন, করোনা সারা পৃথিবীর অর্থনীতিতে স্থবিরতা নিয়ে এসেছে। বাংলাদেশের অর্থনীতিতেও এর প্রভাব পরিলক্ষিত। কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করায় অর্থনীতি ভাল অবস্থানে রয়েছে। ইংরেজী নববর্ষের শুভেচ্ছো জানিয়ে অর্থমন্ত্রী বলেন, নতুন অর্থবছরে দেশের মানুষ ভাল থাকবে সুন্দর থাকবে এটাই এ মুহূর্তের প্রত্যাশা। করোনা এখনও শেষ হয়নি। করোনা থেকে বিশ্বের একটি দেশও মুক্ত নয়। সারা পৃথিবীর অর্থনীতি এখন নিম্নগামী। তবে বাংলাদেশের মানুষ এখনও সেই তুলনায় ভাল আছে। আগামী বছরটিও যাতে ভাল যায় সে চেষ্টা রয়েছে সরকারের। আশা করছি, করোনা মোকাবেলা করে আমরা ভাল থাকব। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে পরিকল্পনা মন্ত্রী ভাল জানেন। তিনি আপনাদের এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন। ৫০ হাজার টন সিদ্ধ চাল কেনা হচ্ছে ॥ খাদ্য নিরাপত্তা জোরদার করতে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ২০২০-২১ অর্থবছরের জন্য ভারত থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল আনা হবে। কক্সবাজার বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণে ঠিকাদার নিয়োগ ॥ কক্সবাজার বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণে এক হাজার ৫৬৮ কোটি টাকা ব্যয়ে ঠিকাদার নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল ভার্চুয়াল মাধ্যমে সংবাদ সম্মেলনে বলেন, আজকের বৈঠকে ৮ প্রস্তাব উত্থাপন করা হলেও সড়ক ও জনপথ বিভাগের দুটি ও বিদ্যুত বিভাগের একটি প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে। এছাড়া টেবিলে চাল ক্রয়ের একটি প্রস্তাবের অুনমোদন দেয়া হয়েছে। কক্সবাজার বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের ঠিকাদার নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। যৌথভাবে এমএস সিওয়াইডব্লিউইবি ও সিসিইসিসিকে এক হাজার ৫৬৮ কোটি ৮৬ লাখ টাকায় এ কাজটি করবে।
×