ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে আম্ফানে ক্ষতিগ্রস্ত ১৩৯ পরিবার ঘর পাচ্ছে

প্রকাশিত: ২১:১৮, ৩১ ডিসেম্বর ২০২০

যশোরে আম্ফানে ক্ষতিগ্রস্ত ১৩৯ পরিবার ঘর পাচ্ছে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত হওয়া ১৩৯ পরিবারকে দেয়া হচ্ছে দুর্যোগ সহনীয় সেমিপাকা ঘর। বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন তহবিলের অনুদানের অর্থে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় এসব ঘর নির্মাণ করা হচ্ছে। এ লক্ষ্যে যশোরের আট উপজেলায় আম্ফানে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র পরিবারের জন্য জেলা প্রশাসকদের মাধ্যমে ২ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ জিয়াউর রহমান। সংশ্লিষ্ট সূত্র মতে ঘূর্ণিঝড় আম্ফানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বাংলাদেশ ব্যাংকের গৃহায়ন অনুদানের অর্থে গৃহনির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ২০২০-২১ অর্থবছরে জেলার আট উপজেলায় এই ঘর নির্মাণ কাজ বাস্তবায়নে ২ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ৮ উপজেলায় ১৩৯ পরিবারের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের ২ শতাংশ জমিতে ঘর তৈরি করে দেয়া হচ্ছে।
×