ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোনাসের ভুয়া মেইল

প্রকাশিত: ২২:৪৪, ৩০ ডিসেম্বর ২০২০

বোনাসের ভুয়া মেইল

ছুটির মৌসুমে ৬৫০ ডলার বোনাসের ই-মেইল পেয়ে খুশি হয়েছিলেন অনেক কর্মীই, ক্লিকও করেছিলেন অনেকে। কিন্তু বোনাসের বদলে শাস্তিস্বরূপ মিলেছে বাড়তি কাজ। সম্প্রতি মার্কিন প্রতিষ্ঠান গোড্যাডি’তে ঘটেছে এমন ঘটনা। ইন্টারনেট ডোমেইন রেজিস্ট্রার ও ওয়েব হোস্টিং প্রতিষ্ঠানটি আদতে ফিশিং ‘পরীক্ষা’ চালিয়েছে কর্মীদের ওপর। করোনা ভাইরাস মহামারী বাস্তবতায় বর্তমানে গোটা বিশ্বের নাজেহাল অবস্থা। বহু প্রতিষ্ঠানের কর্মীকে বাসা থেকে কাজ করতে হচ্ছে। এরই মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে সাইবার অপরাধ। অতিরিক্ত মাত্রায় বেড়েছে হ্যাকিং। নিরাপত্তা বাড়াতে দিতে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। গোড্যাডি’ও ব্যতিক্রম নয়, নিজেদের পাঁচশ কর্মীর ওপর ‘ফিশিং’ পরীক্ষা করেছে তারা। এ মাসে বোনাসের প্রতিশ্রুতি দিয়ে কর্মীদের ই-মেইল পাঠিয়েছিল গোড্যাডি। লেখা ছিল, গোড্যাডির এই রেকর্ড বছরে ‘আপনাদের কাজের মূল্যায়ন’ হিসাবে এককালীন অর্থ দেয়া হবে। ই-মেইলে কর্মীদের কাছে অবস্থান এবং অন্যান্য তথ্য জানতে চাওয়া হয়েছিল। জানানো হয়েছিল, অর্থ পেতে হলে ওই তথ্যগুলো দিতে হবে। কোনরকম সন্দেহ না করেই অনেকেই খুশি মনে পাঠিয়ে দিয়েছেন তথ্য। দুই দিন পরেই যারা তথ্য দিয়েছেন, তাদের ফের এক মেইল পাঠায় গোড্যাডি। এবারের মেইলে লেখা, ‘আপনি আমাদের সাম্প্রতিক ফিশিং পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।’ মেইলে আরও লেখা ছিল, অকৃতকার্যদের নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। গোড্যাডির এ ঘটনাটি নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। অনেক ব্যবহারকারী গোড্যাডি’র সেবা বদলে ফেলারও হুমকি দিয়েছেন। উল্লেখ্য, এ বছর রেকর্ড পরিমাণে নতুন গ্রাহক পেয়েছে গোড্যাডি। পুরো ব্যাপারটি নিয়ে এখনও কোন মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।- এনগ্যাজেট
×